HomeEducation-CareerIndia Post job: মোটা বেতন সহ বিনা পরীক্ষাতেই চাকরির সুবর্ণ সুযোগ

India Post job: মোটা বেতন সহ বিনা পরীক্ষাতেই চাকরির সুবর্ণ সুযোগ

- Advertisement -

ভারতীয় ডাক (India Post) বিভাগে ফের বিপুল চাকরির সুযোগ। জানা গিয়েছে, ইন্ডিয়া পোস্ট বেঙ্গালুরু সার্কেলে মোটর মেইল সার্ভিসের অধীনে ড্রাইভার পদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা ইন্ডিয়া পোস্ট indiapost.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

এছাড়াও, প্রার্থীরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে এই পদগুলির জন্য আবেদন করতে https://www.indiapost.gov.in/ পারেন। মোট ১৯টি পদ পূরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর।

   

প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দশম শ্রেণি পাস করতে হবে। প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

প্রার্থীদের আবেদনপত্র পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট নথিসহ “Manager, Mail Motor Services, Bengaluru-560001”-এ পাঠাতে হবে।

 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular