Job recruitment at indian defence: প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? আজই আবেদন করুন

indian army

আপনিও কি ভারতের প্রতিরক্ষা দফতরে কাজ করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিরক্ষা দফতর। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাব বিভাগীয় কর্মকর্তা এবং অন্যান্য পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় পূরণ করা আবেদন পত্র পাঠিয়ে পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। বিভিন্ন বিভাগে মোট ৯৭টি পদে নিয়োগ করা হবে বলে খবর।

Advertisements

পদের নামঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরঃ ৭টি পোস্ট
সাব ডিভিশনাল অফিসারঃ ৮৯টি পোস্ট
হিন্দি টাইপিস্টঃ ১টি পোস্ট

   

শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য আবেদনকারীর বাধ্যতামূলক / বৈকল্পিক বিষয় হিসাবে বা ডিগ্রি পর্যায়ে পরীক্ষার মাধ্যম হিসাবে হিন্দি/ইংরেজিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য: স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস।

Advertisements

বয়সসীমাঃ
জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হবে।
এছাড়া অন্যান্যদের বয়স ১৮ থেকে ২৭-এর মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটগুলি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এবং সেগুলি পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রটি ‘প্রিন্সিপাল ডিরেক্টর, ডিফেন্স এস্টেটস, সাউদার্ন কমান্ড, ইসিএইচএস পলিক্লিনিকের কাছে, কোধওয়া রোড, পুনে- 411040-এ পাঠাতে হবে।