কাজের সুযোগ এবার কেন্দ্রীয় টেলিকম দফতরে ,রইল আবেদন পদ্ধতি

বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুযোগ। কেন্দ্রীয় টেলিকম দফতরে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তাই কেন্দ্রীয় টেলিকম দফতরে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পড়তে…

telecom

বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুযোগ। কেন্দ্রীয় টেলিকম দফতরে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। তাই কেন্দ্রীয় টেলিকম দফতরে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য পড়তে এই লিঙ্কে – https://dot.gov.in/vacancies/engagement-consultants-level-assistant-director-and-junior-telecom-officer-temporary-3 ক্লিক করতে হবে। বিস্তারিত জেনেই আবেদন করুন ।

আবেদন পদ্ধতি
কনসালট্যান্ট এবং জুনিয়র টেলিকম অফিসার হিসাবে নিয়োগ করা হবে। এজন্য অফলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। ডিরেক্টর (অ্যাডমিন),স্পেশাল ডিরেক্টর জেনারেল (টেলিকম) এর নির্ধারিত ঠিকানায় তা পাঠাতে হবে। এই পদের জন্য আবেদনের শেষ তারিখ আগামী ৩ জুন।

   

শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় টেলিকম দফতরে নিয়োগ । বিভিন্ন রাজ্যের জন্যেও নিয়োগ করা হবে। মোট চারটে শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদের জন্য কর্মী নিয়োগ করবে টেলিকম দফতর। কাজের মেয়াদ মাত্র ৬ মাস। কাজের উপর নির্ভর করে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা
চারটে পদের জন্য নিয়োগ করবে টেলিকম মন্ত্রক। আবেদনকারীর কম্পিউটারে দখল থাকতে হবে। বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বয়স
৬৪ বছরের মধ্যে যে কেউ এই পদের আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি
কনসালট্যান্ট এবং জুনিয়র টেলিকম অফিসার হিসাবে নিয়োগ করা হবে। এজন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের আবেদন প্রথমে নির্দিষ্ট কিছু ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে। এরপরেই তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে পাশ করলেই মিলবে চাকরি। তাই আর দেরি না করেই শিঘ্রই আবেদন করুন কেন্দ্রীয় টেলিকম দফতরে।