আপনি যদি চাকরির খোঁজ করেন তাহলে আপনার জন্য সুখবর। অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL) সম্প্রতি তাদের নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি পেশ করেছেন। প্রায় ১২০ টি পদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১) শূন্যপদ-
অয়েল ইন্ডিয়া লিমিটেডের পক্ষথেকে জানানো হয়, সর্বমোট ১২০ টি শূন্যপদে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
২) আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ১ জুলাই ২০২১ থেকে শুরু হয়েছে। ১৫ অগস্ট ২০২১ আবেদন জমা দেওয়ার শেষ দিন।
৩) আবেদনের সর্বোচ্চ বয়স
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৩ বছর। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮- ৩৫ বছর।
৪) আবেদনের ফি
অসংরক্ষিত এবং OBC প্রার্থীদের ২০০ টাকা দিয়ে হবে। অন্যদিকে SC/ST/EWS প্রাক্তন সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনও রকম ফি লাগবে না।
৫) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. ৪০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলেই হবে, গ্র্যাজুয়েট হতে হবে প্রার্থীকে।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ৬ মাসের কোনও কোর্স করা বাধ্যতামূলক।
৩. MS Word, MS Excel, MS PowerPoint- জানতে হতে হবে।
৬) কোথায় আবেদন করবেন
অয়েল ইন্দিয়া লিমিটেডর অফিসিয়াল ওয়েবসাইটে যান- http://www.oilindia.com .