Job News: রসায়ন পাশ করলেই আইআইটি ভিলাইয়ের চাকরির সুযোগ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভিলাইয়ের (IIT Bhilai) পক্ষ থেকে নিয়ে আসা হলো আপনার জন্য চাকরি সুযোগ।

Job Opportunities

Job News: আপনি কি রসায়ন নিয়ে পড়াশোনা করেছেন! স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে আপনার! তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভিলাইয়ের (IIT Bhilai) পক্ষ থেকে নিয়ে আসা হলো আপনার জন্য চাকরি সুযোগ। সম্প্রতি আইআইটি ভিলাইয়ের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র রিসার্চ ফেলো এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করতে চলেছে সংস্থা।

Advertisements

তবে কতগুলি শূন্য পদ রয়েছে সেটি এখনো পর্যন্ত জানা যায়নি। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে। আইআইটি ভিলাইয়ের অধীনস্থ বায়োইস্নাপায়ার্ড কপার এন্ড নিকেল কমপ্লেক্সেস ফর অ্যাক্টিভেশন অ্যান্ড কনভার্সন অফ সিওটু ইনটু সিওয়ান ফিডস্টক এর আওতায় নিয়োগ করা হবে।

   

আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে রসায়নের স্নাতক উত্তর ডিগ্রী একই সাথে স্নাতকোত্তরের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। তবে ইউজিসি নেট গেট পরীক্ষায় উত্তীর্ণ কিংবা সংশ্লিষ্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জুলাই নিজস্ব সমস্ত গুরুত্বপূর্ণ নথি নিয়ে পৌঁছে যেতে হবে সংস্থা অফিসে।