প্রকাশিত হল জেইই মেন-এর ফল, ১০০ পার্সেন্টাইল পেল ৫৬ জন পরীক্ষার্থী

Results declared

এবছরের জয়েন্ট মেন এন্ট্রান্স মেনের রেজাল্ট প্রকাশিত হল। এ বছর জয়েন্ট এন্ট্রান্স মেনে ১০০ পার্সেন্টাইল পেয়েছে মোট ৫৬ জন পরিক্ষার্থী। তালিকার প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্রের গজারে নীলকৃষ্ণ নির্মলকুমারের নাম। দ্বিতীয় রয়েছে কর্নাটকের সানভি জৈনের নাম। ইঞ্জিনিয়ারিং ও বি.টেকে ভর্তির জন্য সর্বভারতীয় এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই সুযোগ পাওয়া যায় আইআইটি, এনআইটিতে পড়ার । জেইই মেন-এর ফলাফল জানা যাচ্ছে https://jeemain.nta.ac.in/ ওয়েবসাইটে। পড়ুয়ারা এই সাইটে ঢুকে নিজেদের ফলাফল জানতে পারবে।

Advertisements

তবে জেইই মেন-এর ফলাফলের ভিত্তিতে পশ্চিমবঙ্গের তালিকায় প্রথম হয়েছে ঋতম বন্দ্যোপাধ্যায়। তার পার্সেন্টাইল ৯৯.৯৯৭২০৯১। এছাড়া স্কোর কার্ডে বাংলার ভূমিকা সাহার নাম দেখা গেছে। তবে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী হিসাবে ভূমিকা এবারের পরীক্ষায় ৫৬.৬৭৮৪৮২০ পার্সেন্টাইল পেয়েছে। তেলেঙ্গানা থেকে এসেছে সবচেয়ে বেশি পার্সেন্টাইল । এর পরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি। ১০০ পার্সেন্টাইল পাওয়ার তালিকায় এই দুই রাজ্যের পরীক্ষার্থীরা রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

Advertisements

২০২৪-এর ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুটি সেশনে পরীক্ষাটি নেওয়া হয়। পরীক্ষার্থীর স্ংখ্যা ছিল ১০,৬৭,৯৫৯ জন। এবার জেনারেল ক্যাটাগরির পরীক্ষার্থীদের কাট অফ এসেছে ৯৩.২ পার্সেন্টাইল। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের ৮১.৩২, ওবিসিদের ৭৯.৬, তফসিলি জাতিদের ৬০.০৯ ও তফসিলি উপজাতিদের ৪৬.৬৯ পার্সেন্টাইল ধার্য করা হয়েছে।