JEE Main 2025: রেজাল্ট LIVE! কারা পৌঁছলেন অ্যাডভান্সডের দোরগোড়ায়?

jee main 2025 session 2 result out

নয়াদিল্লি: দেশের অন্যতম প্রতীক্ষিত প্রবেশিকা পরীক্ষা JEE Main 2025-এর Session 2 Paper 1 (BE/BTech) পরীক্ষার ফলাফল আজ, ১৭ এপ্রিল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা আজ থেকেই তাঁদের স্কোরকার্ড এবং চূড়ান্ত উত্তরপত্র (Final Answer Key) দেখতে পারবেন সরকারি ওয়েবসাইট — jeemain.nta.nic.in-এ।

কখন ও কোথায় হয়েছিল পরীক্ষা? jee main 2025 session 2 result out

   

পেপার ১ (BE/BTech) নেওয়া হয়েছিল ২, ৩, ৪, ৭ এবং ৮ এপ্রিল, দেশের মোট ২৮৫টি শহর এবং ১৫টি আন্তর্জাতিক শহর মিলিয়ে ৫৩১টি পরীক্ষাকেন্দ্রে।

পেপার ২ (BArch/BPlan) অনুষ্ঠিত হয় ৯ এপ্রিল।

প্রভিশনাল উত্তরপত্র প্রকাশিত হয়েছিল ১১ এপ্রিল, এবং আপত্তি জানানোর সময়সীমা ছিল ১৩ এপ্রিল পর্যন্ত।

রেজাল্ট চেক করার ধাপ jee main 2025 session 2 result out

১.প্রথমে লগ ইন করুন jeemain.nta.nic.in ওয়েবসাইটে

২.“JEE Main 2025 Session 2 Result” লিঙ্কে ক্লিক করুন

৩.আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড বা জন্মতারিখ লিখে সাবমিট করুন

৪.আপনার ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে

৫.স্কোরকার্ডটি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন

ফলাফল নিয়ে কী জানা জরুরি? jee main 2025 session 2 result out

এই স্কোরের ভিত্তিতেই নির্ধারিত হবে কোন পরীক্ষার্থী JEE Advanced 2025-এ বসার যোগ্য। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে NTA প্রকাশ করবে কাট-অফ স্কোর ও শীর্ষস্থানাধিকারীদের তালিকাও।

 

 Education-Career: JEE Main 2025 Session 2 (BE/BTech) result to be declared today, April 17, by NTA. Candidates can check their scorecards and final answer key on jeemain.nta.nic.in. Know steps to download result and important dates.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন