শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন, রইল বিস্তারিত তথ্য

প্রত্যেক ছাত্র,ছাত্রীর কাছে স্বপ্ন থাকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার। এবার সেই স্বপ্নকেই ধরাদিতে শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের অনলাইনে…

Jadavpur University

প্রত্যেক ছাত্র,ছাত্রীর কাছে স্বপ্ন থাকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার। এবার সেই স্বপ্নকেই ধরাদিতে শুরু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের অনলাইনে আবেদন প্রক্রিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় এবার স্নাতক স্তরে ভরতির পোর্টাল চালু করেছে। যেখানে চার বছরের স্নাতক স্তরে আর্টস (কলা) এবং সায়েন্স (বিজ্ঞান) বিভাগের বিষয় নিয়ে পড়ার জন্য আবেদন করা যাবে। তবে প্রত্যেক বিভাগের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কলা বিভাগের জন্য আগামী ৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পড়ুয়ারা আগামী ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করার পর ছাত্র,ছাত্রীদের অ্যাডমিশন টেস্টও নেওয়া হবে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। তবে সব বিষয়ের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি যে সকল ছাত্র,ছাত্রী অঙ্ক এবং জিয়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন,তাঁদের মেধার ভিত্তিতে ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়। 

   

কলা বিভাগের বিষয়ভিত্তিক অ্যাডমিশন টেস্টের সময়সূচিঃ-

১)বাংলাঃ- ১১ জুন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট
২)তুলনামূলক সাহিত্যঃ- ১১ জুন সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট
৩)ইকোনমিক্সঃ- ১ জুলাই দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট
৪)ইংরেজিঃ- ২১ জুন বেলা ১২ টা ০০ মিনিট থেকে দুপুর ২ টো
৫)ইতিহাসঃ- ১৪ জুন সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট
৬)ফিলোজফিঃ- ১২ জুন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট
৭)পলিটিক্যাল সায়েন্সঃ- ২০ জুন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট
৮)সংস্কৃতঃ- ১২ জুন সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা ৩০ মিনিট
৯)সোশিয়োলজিঃ- ১৯ জুন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট

বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক অ্যাডমিশন টেস্টের সময়সূচিঃ-

১)ফিজিক্সঃ- ২৪ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা
২)কেমিস্ট্রিঃ- ২৪ জুন দুপুর ২ টো ৩০ মিনিট থেকে বিকেল ৪ টে ৩০ মিনিট
৩)ভূগোলঃ- ২৫ জুন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা

মেধাতালিকা প্রকাশের দিনক্ষনঃ-

১) আর্টসের মেধাতালিকা প্রকাশের দিন: ১০ জুলাইয়ের মধ্যে হতে পারে।

২) অঙ্কের মেধাতালিকা প্রকাশের দিন: ২ জুলাই।

৩) জিয়োলজিক্যাল সায়েন্সের মেধাতালিকা প্রকাশের দিন: ২ জুলাই।

৪) ফিজিক্স, কেমিস্ট্রি এবং ভূগোলের মেধাতালিকা প্রকাশের দিন: ৫ জুলাই।

আবেদন পদ্ধতিঃ-
প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jadavpuruniversity.in-তে যেতে হবে। এরপর হোমপেজেই ‘Notifications’ দেখে সেটার নীচে ‘Admission to 4-year B.Sc. (Hons.) courses: 2024-25’ এবং ‘Admission to 4-year B.A. (Hons.) courses: 2024-25’এর সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। আপনি যে বিষয়ে ভর্তি হতে চান সেখানে করলেই একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘Click Here For Detail’ আছে। তাতে ক্লিক করতে হবে।এর পর আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে ‘4-year Undergraduate Courses in Arts’-তে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরেই পরবর্তী একটি পেজ খুলে যাবে। নীচের দিকে ‘Online Registration for Application’ আছে। তাতে ক্লিক করতে হবে। নতুন যে পেজ খুলে যাওয়ার পর ,সেখানে নিজের বিভিন্ন তথ্য দিতে হবে।

নিজের নাম, অভিভাবকের নাম, নম্বর, ইমেল আইডি, উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর দিয়ে দুটি চেকবক্সে টিক দিতে হবে আবেদনকারীদের। তারপর ‘Choose Honours Subject’-এ ক্লিক করতে হবে। তাতে ক্লিক করলে একটি অ্যালার্ট বক্স আসবে। ‘OK’-তে ক্লিক করলে আসবে একটি লগইন আইডি। সেই লগইন আইডি লিখে রাখতে হবে। এর পর আবারও নতুন একটি পেজ খুলে যাবে। তাতে নিজের বিষয় বা ডিপার্টমেন্ট বেছে নিতে হবে। আপনি যদি সংশ্লিষ্ট বিষয়ে আবেদনের জন্য যোগ্য হন, তাহলে ‘Apply’-তে ক্লিক করতে হবে। তারপর একটি বক্স আসবে। তাতে আপনার অ্যাপ্লিকেশন নম্বর থাকবে। সেটা লিখে রাখতে হবে। ওই অ্যাপ্লিকেশন নম্বর ভুলে গেলে আর লগইন করতে পারবেন না। তবে অনলাইনে আবেদনের জন্য কোনও টাকা লাগবে না। কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য জেনারেল এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের ২০০ টাকা ধার্য করা হয়েছে । আর তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাব সক্ষম প্রার্থীদের লাগবে ১০০ টাকা। তবে ইতিহাস এবং সংস্কৃতির অ্যাডমিশন টেস্টের জন্য কোনও টাকা লাগবে না। তবে আবেদন করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই লিঙ্কে ক্লিক করতে হবে। Jadavpur UniversityCollege Admission 2024UG, Admission 2024JUJadavpur University Admission 2024।