১,১২,৪০০টাকা বেতনে কর্মী নিয়োগ করতে চলেছে আইটিবিপি, রইল আবেদন পদ্ধতি

ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স তথা ITBP এর পক্ষ থেকে SI, ASI ও হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ITBP এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে…

ITBP-Recruitment

ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স তথা ITBP এর পক্ষ থেকে SI, ASI ও হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ITBP এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে ২৮ টিরও বেশি শূন্যপদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তবে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আগামী ২৯ জুন ২০২৪ তারিখ থেকে ২৮ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।

শূন্যপদের নামঃ-
আইটিবিপি হেড কনস্টেবল ১৪ টি,সাব ইন্সপেক্টর ১০ টি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ০৫ টি পদে নিয়োগ করবে।

   

যোগ্যতা ও বয়সসীমার বিবরণঃ-
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স তথা ITBP ফোর্সের পক্ষথেকে প্রকাশিত পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের হেড কনস্টেবল পদের জন্য় মাধ্যমিক ও ANM উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের ১৮-২৫ বছর বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর পদের জন্য উচ্চমাধ্যমিক ও GNM উত্তীর্ণ হতে হবে সাথে প্রার্থীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য় উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে সাথে প্রার্থীর বয়স হতে হবে ২০-২৮বছর।

বেতনঃ-
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের SI, ASI ও হেড কনস্টেবল পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে ২৫,৫০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন পদ্ধতিঃ-
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স তথা আইটিবিপি ফোর্সের হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রথমে আইটিবিপি ফোর্সের এই recruitment.itbpolice.nic.in অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর রিক্রুটমেন্ট বা নোটিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে সেখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই আবেদন ফর্মটি পাবেন, সেখানে আবেদনকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা সহ আরো যা যা তথ্য চাইছে সেগুলো দিয়ে নির্ভুলভাবে ফিলাপ করবেন এবং দরকারি ডকুমেন্টস গুলো স্ক্যান করবেন। তারপর ভেরিফাই করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। সম্পন্ন হয়ে যাওয়ার পর অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন।

আবেদন ফীঃ-
এখানে পদ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন মুল্য নেওয়া হবে। তবে এসটি, এসসি, PWBD ও মহিলা প্রার্থীদের কোনো রকমের আবেদন মুল্য লাগছে না। সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মুল্য হিসেবে ২০০ টাকা লাগছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মুল্য হিসেবে ১০০ টাকা লাগছে।হেড কনস্টেবল পদে অসংক্ষরিত শ্রেণীর প্রার্থীরাও সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়াঃ-
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST),ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET),লিখিত পরীক্ষা ,প্র্যাকটিক্যাল পরীক্ষা,মেডিকেল পরীক্ষা,ডকুমেন্টভেরিফিকেশন,সর্বশেষে ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।