মহাকাশ নিয়ে গবেষণা করতে ISRO পাড়ি ক্লাস নাইনের উপাসনার

ISRO is going to Upasana of Patiram in South Dinajpur of class nine to do space research

ইসরোয় (ISRO) মহাকাশ নিয়ে গবেষণা করার সুযোগ পেল নবম শ্রেণির ছাত্রী। সাধারনত ইসরোর ‘যুবিকা’ পরীক্ষার ভিত্তিতে সেখানে গবেষণা করার সুযোগ দেওয়া হয়। নিজ যোগ্যতায় গৌড়বঙ্গ থেকে একমাত্র সেই সুযোগ পেল উপাসনা। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের পতিরামে।

উল্লেখ্য, ইসরোর এই ‘যুবিকা’ পরীক্ষার মাধ্যমে গোটা দেশের মধ্যে মোট ৩৫০ জন ডাক পেয়েছিল ইসরোতে। তার মধ্যে দুজন ছিল উত্তরবঙ্গ থেকে এবং পাঁচজন ছিল পশ্চিমবঙ্গ থেকে। উত্তরবঙ্গের ওই দুজনের মধ্যে রয়েছে উপাসনাও।

   

মাত্র ক্লাস নাইনে ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেল উপাসনা। খবর অনুযায়ী, আগামী ১৪ মে থেকে ১৪ দিনের জন্য অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেশ সেন্টারে বিশেষ প্রশিক্ষণের ক্লাস শুরু হবে। সেই অনুষ্ঠানটির নাম ইয়ং সায়েন্টিস্ট।

খবর আসা মাত্রই উপাসনার পরিবারের লোকজন খুবই আনন্দিত। উপাসনাও বিশাল খুশি হয়েছে। শুধুমাত্র তার পরিবার নয় তার পরিবারের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষ তাঁদের শুভকামনা জানিয়েছে। উপাসনা পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। আগামীতে মহাকাশ বিজ্ঞানী হতে চায় উপাসনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন