কর্মী নিয়োগ করতে চলেছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, রইল আবেদন পদ্ধতি

চাকরিজীবীদের কথা মাথায় রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। শীঘ্রই কর্মী নিয়োগ করবে তারা। পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো প্রান্ত থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা…

ICF

চাকরিজীবীদের কথা মাথায় রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করলো রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। শীঘ্রই কর্মী নিয়োগ করবে তারা। পশ্চিমবঙ্গ বা ভারতের যেকোনো প্রান্ত থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, চেন্নাই এর পক্ষ থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।আবেদন পাঠানোর শেষ তারিখ ২১.০৬.২০২৪।

নিয়োগকারী সংস্থা:-
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি

   

শূন্যপদ:-
১০১০টি শূন্যপদে নিয়োগ করবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।

কোন কোন পদে নিয়োগ করা হবে:-
1.Carpenter
2.Electrician
3.Fitter
4.Machinist
5.Painter
6.Welder

যোগ্যতা:-
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস থাকতে হবে। সাথে ITI থাকতে হবে।

বয়স:-
এখানে চাকরি প্রার্থীদের বয়স ২৪ বছরের মধ্যে হতে হবে।

বেতন:-
বেতন সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশ দেখতে হবে কারণ প্রতিটি পদের ক্ষেত্রে বেতন ভিন্ন রকমের রাখা হয়েছে।

আবেদন পদ্ধতি:–
এখানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিজের রেজিস্ট্রেশন করতে হবে । তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত রকম তথ্য সহযোগে নির্ভুল ভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে ও তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:-
১)আধার কার্ড
২)মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিট
৩)ITI অ্যাডমিট এবং মার্কশিট
৪)পাসপোর্ট সাইজের ছবি
৫)কাস্ট সার্টিফিকেট
৬)মোবাইল নং
৭)ইমেইল আইডি ইত্যাদি

প্রার্থী বাছাই পদ্ধতি:-
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।

তাই আর দেরি না করেই যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই আবেদন করার অনুরোধ করা হচ্ছে।