HomeEducation-CareerIndian Railways Recruitment: ভারতীয় রেলে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

Indian Railways Recruitment: ভারতীয় রেলে প্রচুর নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

- Advertisement -

Indian Railways Recruitment: শিক্ষার অন্তে চাকরি করার ইচ্ছা সকল ছেলে মেয়েদের স্বপ্ন। তবে তা যদি রেলওয়েতে হয় তাহলেতো কোনো কথাই নেই। তাই রেল কর্তৃপক্ষ এবার জানিয়ে দিল রেলের প্রচুর শূন্যপদের খবর । এই সব পদে অবিলম্বে আবেদন করতে পারবে সেই সকল স্বপ্নদেখা ছেলে মেয়েরা।

তবে এবার শিক্ষানবিশ পদে প্রার্থীদের নিয়োগ করতে চলেছে দক্ষিণ-পূর্ব-মধ্যে রেলওয়ে। এই নিয়োগ পক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের রায়পুর ডিভিশন এবং ওয়াগন মেরামতের জন্য অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ । তবে কীভাবে কোথায় আবেদন করবেন জেনে নিন-

   

আবেদন পদ্ধতি-
প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট apprenticeshipindia.org-তে শিক্ষানবিশ পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। তারজন্য এই লিঙ্কে – Railway Jobs 2024 – ক্লিক করুন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা
দক্ষিণ পূর্ব মধ্য রেলের এই শূন্যপদের জন্য গত ২ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আগ্রহী ব্যক্তিদের ২০২৪-এর ১ মে-র আগে রেজিস্ট্রেশন করতে হবে।

শূন্যপদ সংখ্যা
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ডিআরএম অফিস, রায়পুর বিভাগে মোট শূন্যপদ ৮৪৪টি। ওয়াগন মেরামতের জন্য রায়পুর বিভাগে মোট শূন্যপদ ২৬৯টি রয়েছে।

চাকরি প্রার্থীদের যোগ্যতা
যে সকল প্রার্থীরা শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে চান, তাঁদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম বা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া প্রার্থীদের কোনও একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই পাস হতে হবে।

চাকরি প্রার্থীদের বয়সসীমা
রেলের পক্ষ থেকে জানান হয় শিক্ষানবিশ পদে আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪-এর মধ্যে ।

নির্বাচন প্রক্রিয়ার বিবরণ
রেলের এই দুই পদে চাকরি পেতে গেলে প্রার্থীদের বোর্ডের পরীক্ষা এবং আইটিআই দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। দুই পরীক্ষার নম্বরকেই সমান প্রধান্য দেওয়া হবে এখানে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের আসল নথি যাচাই করার সময় মেডিক্যাল সার্টিফিকেটও দিতে হবে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ওয়েব পোর্টালে জাতি শংসাপত্রও আপলোড করতে হবে। আধার কার্ডও যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের জন্য শিক্ষানবিশ প্রশিক্ষণ নিতে হবে। এই সময়ের মধ্যে, রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী তাদের উপবৃত্তি দেওয়া হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular