কর্মী নিয়োগ হতে চলেছে ভারতীয় নৌ সেনাতে, রইল আবেদন প্রক্রিয়া

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর…

Indian Navy

ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। শারীরিক যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ ২৭ মে, ২০২৪।

পদের নাম
অগ্নিবীর

   

শিক্ষাগত যোগ্যতা
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

Advertisements

মাসিক বেতন
চার বছরের জন্য নিযুক্ত এই ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের সেবা নিধি প্রদান করা হবে।

বয়সসীমা
আবেদন করার জন্য ইচ্ছুক আবেদনকারীদের জন্মের তারিখ ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ তারিখের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। এজন্য নির্দিষ্ট পোর্টালের মারফত আবেদন নথিভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট পোর্টালের নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে আবেদনকারীদের। সংশ্লিষ্ট পোর্টালের সমস্ত তথ্য ও সঠিকভাবে নথিভুক্ত করার পর নির্দিষ্ট আবেদন ফি প্রদান করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি
প্রত্যেক আবেদনকারীকে পরীক্ষার ফি হিসেবে এককালীন ৫৫০টাকা জমা করতে হবে।

তাই আর দেরি না করে যোগ্যপ্রার্থীরা আবেদন করুন আজই।