২০ হাজার টাকা বেতনে গ্রুপ ডি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings
Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings

নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যেকোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারেন এখানে। চাকরি করতে পারবেন বেশ কিছু পদে। আবেদনের শেষ তারিখ ১৬.০৬.২০২৪।

কোন কোন পদে নিয়োগ করা যাবে:-

   

1.Scientist – C (Medical/Non-Medical)

বয়স:-
এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৪০ বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন:-
মাসিক বেতন ৬৭,০০০ টাকা।

2.Assistant (Multipurpose)

বয়স:-
এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৩৫ বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন:-
মাসিক বেতন ৩১,০০০ টাকা।

3.Technician – C (Lab Technician)

বয়স:-
এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন:-
মাসিক বেতন ২০,০০০ টাকা

4.Data Entry Operator

বয়স:-
এই পদে আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

বেতন:-
মাসিক বেতন ২০,০০০টাকা।

যোগ্যতা:-
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

মোট শূন্যপদ:-
৪টি

আবেদন পদ্ধতি:-
এখানে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমত অফিশিয়াল নোটিশ থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে ফিলাপ করা ফরম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর একটি পিডিএফ বানিয়ে nip.mrhrubhunga@gmail.com এ পাঠাতে হবে। এতেই নিয়োগ পক্রিয়া সম্পন্ন হবে।

নিয়োগ পদ্ধতি:-
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ভার্চুয়াল ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা এখানে নেওয়া হবে না বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাই আর দেরি না করেই শিঘ্রই আবেদন করতে বলা হচ্ছে যোগ্য প্রার্থীদের।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন