ড্রাইভার পদের জন্য নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, রইল আবেদন পদ্ধিতি

Job

কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাকবিভাগ (India Post)। মূলত ড্রাইভার পদের জন্য এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি
ভারতীয় ডাকবিভাগ (India Post) সরাসরি এই নিয়োগ করবে। ড্রাইভার পদের জন্য নিয়োগ (India Post Recruitment 2024) করা হবে। এজন্য ইন্ডিয়ান পোস্টের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- indiapost.gov.in -ক্লিক করতে হবে।

   

শূন্যপদ
ভারতীয় ডাকবিভাগ (India Post) ড্রাইভার পদে নিয়োগ করবে। মোট ২৭ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের আগে ভারতীয় পোস্ট অফিসের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

বয়স

ভারতীয় ডাকবিভাগ (India Post) ড্রাইভার পদে আবেদন করতে হলে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে। বেশ কয়েকটি পর্যায়ে যোগ্য প্রার্থীকে পদের জন্য বেঁছে নেবে পোস্ট অফিস।

বেতন
এক্ষেত্রে বেঁছে নেওয়া প্রার্থীদের লেভেল 2 এর অধীনে বেতন হিসাবে ১৯ হাজার ৯০০ টাকা থেকে সর্বোচ্চ 83,200 টাকা দেওয়া হবে।

যোগ্যতা

মান্যতা প্রাপ্ত যে কোনও প্রতিষ্ঠাণ থেকে ক্লাস ১০ পাশ করলেই চাকরির জন্য আবেদন জানানো যাবে।

তবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন