Kharagpur IIT: ১৩ টি বিভাগে ১৫৩ জন কর্মী নিয়োগ চলছে, আবেদন করুন শীঘ্রই

A girl holding a newspaper with the headline 'job news'

আইআইটি খড়গপুরে নিয়োগ করা হবে। ১৩টি পদে ১৫৩ জন কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisements

কী কী বিভাগে নিয়োগ হবে? ১৩ টি বিভাগগুলি হল – জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান (ফিজিওথেরাপি), স্টাফ নার্স, সিনিয়র লাইব্রেরী ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিশিয়ান, সিকিউরিটি ইন্সপেক্টর, ড্রাইভার। এই ১৩ টি বিভাগের জন্য মোট ১৫৩ জন কে নেওয়া হবে বলে জানিয়েছে IIT Kharagpur কর্তৃপক্ষ।

   

যোগ্যতা ও বয়সসীমা সংক্রান্ত তথ্য IIT Kharagpur- এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া আবদনের জন্য ফি হচ্ছে ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা। এই আবেদন ফি দেওয়া যাবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিঙ্গের মাধ্যমে।

Advertisements

আবেদন করা যাবে অনলাইনে। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন http://www.iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই ২০২৩ তারিখ অবধি।