আইআইএসইআর কলকাতায় চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন?

IISER Kolkata

IISER Kolkata: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতায় কাজের সুযোগ। সম্প্রতি এই বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে যে প্রজেক্ট সায়েন্টিস্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। চাকরির এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন –

পদের নাম – প্রজেক্ট সায়েন্টিস্ট

   

শূন্যপদ – ১

যোগ্যতা – আবেদনকারী চাকরিপ্রার্থীদের বিজ্ঞান শাখার কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কারা আবেদন করার সুযোগ পাবেন? ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদিন করতে পারবেন। আবেদনকারীদের থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে অন্তত ৭ বছরের অভিজ্ঞতা।

পারিশ্রমিক – মাসে ৭৮,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

বয়সসীমা – পদপ্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আবেদনের শেষ তারিখ – ইচ্ছুক ব্যক্তিরা ৩০ সেপ্টেম্বরের আগে ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়ে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র।

বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, বাছাই করা ব্যক্তিকে ১ বছরের চুক্তিকে প্রাথমিকভাবে নিয়োগ করা হবে। এরপর ওই মেয়াদ আরও ১ বছরের জন্য বৃদ্ধি করা হবে। এই বিষয়ে আরও বিশদে জানতে হলে দেখে নিতে হবে মূল বিজ্ঞপ্তিটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন