Job Indian post office: পোস্ট অফিসে চাকরি করতে চান! এখনই আবেদন করুন

job indian post office

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়া পোস্টের (Indian post office) টিকে গ্রুপ সি -এর চাকরি প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি জারি করে আবেদন করতে বলা হয়েছে। এছাড়াও এ বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে চোখ রাখতে হবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।

Advertisements

আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত –
আবেদনের শেষ তারিখ: ইন্ডিয়া পোস্টের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ হল ৯ মে, ২০২২।

   

যোগ্যতা: প্রতিটা পদের জন্য পৃথক যোগ্যতাসম্পন্ন ব্যক্তি প্রয়োজন। তবে প্রত্যেক প্রার্থীকেই টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও গাড়ির লাইসেন্স থাকতে হবে এবং গাড়ির ড্রাইভিং শেখা একটি সংস্থার তরফ থেকে সার্টিফিকে্রন্ডিয়া পোস্টের ৯ টি পদের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

Advertisements

বয়স: চাকরি প্রার্থীকে অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ: নিয়োগের ক্ষেত্রে প্রতিটা চাকরি প্রার্থীদের কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সিলেক্ট করা হবে। তবে এখনো এ বিষয়ে সংস্থার তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঠিকানা: অফলাইনে আবেদনকারীরা উল্লিখিত ঠিকানায় ফর্মটি ফিলাপ করে পাঠিয়ে দিন। The Senior Manager (JAG), Mail Motor Service, 134-A, Sudam Kalu Ahire Marg, Worli, Mumbai- 400018.
পদসমূহ: নিম্নে উল্লেখিত পদগুলিতে আবেদন করতে পারেন –
১) ইলেকট্রিক্যাল: ২টি পদ খালি রয়েছে।
২) মেকানিক (মোটর ভেহিকেল): ৫টি আসন শূন্য রয়েছে।
৩) ব্ল্যাকস্মিথ: ১টি পদ খালি রয়েছে।
৪) টায়ারম্যান: ১টি পদে নিয়োগ হবে।
এছাড়াও বিশদে জানতে কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসের চোখ রাখতে হবে।