আপনি কি স্নাতক! এই মুদ্রাস্ফীতির বাজারে চাকরি খুঁজছেন! তাহলে IDBI ব্যাঙ্ক আপনার জন্যই নিয়ে এসেছে চাকরির সুযোগ। দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো IDBI ব্যাঙ্ক। সম্প্রতি তারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে প্রায় ১০০০ এর বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। ব্যাঙ্কের তরফ থেকে আরও জানানো হয়েছে, এক্সিকিউটিভ পদে নিয়োগ করতে চলেছে তারা।
তরুণ প্রজন্মের মধ্যে প্রায় সকলেরই ইচ্ছে থাকে ব্যাঙ্কে চাকরি করার জন্য। তবে বর্তমান বাজারে কাজের পরিস্থিতি আমাদের সকলের জানা। তাই এই মুহূর্তে দেশের বৃহত্তম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এই বিজ্ঞপ্তি তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে।
আগামী ৭ই জুন পর্যন্ত করা যাবে আবেদন। আবেদন করতে লাগবে ১০০০ টাকা। যদিও জাতি ভিত্তিক শংসাপত্র থাকলে মিলবে ছাড়। সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই করা যাবে আবেদন। আবেদন করার জন্য বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের ভিত্তিতে। অনলাইন টেস্টে পাশ করলে তারপরে ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। তবে মনে রাখবেন, অনলাইন টেস্টে একটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। বিস্তারিত জানতে ক্লিক করুন IDBI ব্যাঙ্কের নিজস্ব ওয়েব সাইটে।