Ibrahim Ali Khan: গার্লফ্রেন্ডের হাত ধরে ফের ডেটে সইফ পুত্র, ভাইরাল মুহূর্ত

Ibrahim Ali Khan: বলিউডের ছোট নবাব অর্থাৎ সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রতিদিনই খবরে থাকেন। ইব্রাহিম সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের…

Ibrahim Ali Khan

short-samachar

Ibrahim Ali Khan: বলিউডের ছোট নবাব অর্থাৎ সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান প্রতিদিনই খবরে থাকেন। ইব্রাহিম সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের ছেলে। ইব্রাহিম চলচ্চিত্রে প্রবেশের জন্য প্রস্তুত, কিন্তু এই দিনগুলিতে তার প্রেমের জীবন শিরোনাম হচ্ছে। টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে। দুজনেই তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই লাইমলাইটে। ছবি ডেট হোক বা পার্টি, প্রায়ই গোপনে একসঙ্গে যেতে দেখা গেছে দুজনকে।

   

তারা তাদের সম্পর্ককে কখনই অফিসিয়াল করেননি। পলক অনেকবার সাক্ষাত্কারে ইব্রাহিমকে তার ভালো বন্ধু বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে সম্প্রতি ইব্রাহিম ও পলককে একসঙ্গে দেখা গেছে। এ সময় অভিনেত্রীর পরনে ছিল ধূসর রঙের টপ ও কালো প্যান্ট। যেখানে ইব্রাহিমের পরনে ছিল কালো টি-শার্ট ও ডেনিম জিন্স।

ভিডিয়োতে দেখা গিয়েছে ইব্রাহিম বান্ধবীকে ক্যামেরা থেকে আড়াল করার চেষ্টা করছেন। কারণ ফেরার সময়, পলক পাপারাজ্জিদের মাঝে আটকে পড়েছিলেন, তারপর ইব্রাহিম এসে গাড়ির দরজা খুলে তাঁর হাত ধরে গাড়িতে বসান। এটি দেখে ব্যবহারকারীরা ইব্রাহিমের অনেক প্রশংসা করছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ইব্রাহিম আলি খান শীঘ্রই বলিউডে অভিষেক করতে চলেছেন। করণ জোহরের ছবি ‘সরজামিন’-এ দেখা যাবে তাঁকে। একই সঙ্গে খুশি কাপুরের সঙ্গে আরেকটি ছবিতেও দেখা যাবে তাঁকে। আসলে রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে অ্যাসিস্ট করেছিলেন ইব্রাহিম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by yogen shah (@yogenshah_s)