কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করতে চলেছে ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর

উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ছাত্র ও ছাত্রীদের চাকরির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা…

Job

উচ্চ মাধ্যমিক উত্তীর্ন ছাত্র ও ছাত্রীদের চাকরির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৭ মে, ২০২৪।

Advertisements

পদের নাম
ক্লার্ক (LDC), ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

   

মোট শূন্যপদ
৩৭১২ টি।

শিক্ষাগত যোগ্যতা
চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিকে উত্তীর্ন হতে হবে। তবে আবেদনকারীকে টাইপিং স্পিডে ভালো হতে হবে।

মাসিক বেতন
চাকরি পাওয়ার পর ক্লার্ক পদের মাসিক বেতন ১৯,৯০০ টাকা। ডাটা এন্ট্রি অপারেটর পদের মাসিক বেতন ২৫,৫০০টাকা ধার্য করা হয়েছে।

বয়সসীমা
নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে জাতিগত ক্ষেত্রে বয়সের কিছুটা ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে চাকরিপ্রার্থীদের। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি
মহিলা, তপশীলি জাতি এবং শারীরিক প্রতিবন্ধী বাদে বাকি অন্যান্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি
Tier-I এবং Tier-II দুটি অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

যোগ্য প্রার্থীদের তাই শীঘ্রই আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।