HDFC Bank Recruitment 2023: পরীক্ষা ছাড়াই ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে

Bank job recruitment 2023 - Apply now

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আনন্দ সংবাদ ! বিশেষ করে যারা ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক। প্রচুর শূন্য পদে অ্যাক্সিস ব্যাঙ্কে (HDFC Bank Job) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে l প্রতি ২ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের তেই কোনো জেলার বাসিন্দাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি মন দিয়ে পড়তে অনুরোধ করছি।

পশ্চিমবঙ্গের ব্যাংকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না।

   

চাকরি বৃত্তান্ত : HDFC Bank এ Office executive ও Back office executive পদে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশী কিছু করতে হবে না। শুধুমাত্র নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করে সেটি HDFC Bank এর Hiring Recruiter (HR) এর কাছে নিম্নলিখিত ই-মেইল আইডি বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে বা এই লিঙ্ক এ ক্লিক করে আবেদন করতে পারবেই-মেইল আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর টি হল-
Mail ID – hdfchrcorporate.01@gmail.com
Whatsapp – 99035 59738.

বেতনক্রম:-
মাসে 16,500-22,800 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও থাকবে পারফরম্যান্স অনুযায়ী ইনসেন্টিভ।

পদ গুলি হল :
Back office executive , verification Department – Office assistant – Business Development -Support & MIS -Customer Service Officer – Relationship Manager (RM).

বয়স: এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত যারা আছেন তারাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : এখানে চাকরি করতে গেলে চাকরিপ্রার্থী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই অর্থাৎ যারা স্নাতক পাস করে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন।

HDFC Bank Recruitment 2023: পরীক্ষা ছাড়াই ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে

নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের সময়:-
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন – 99035 59738

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন