গ্রাম স্বরাজ যোজনার অধীনে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, রইল বিজ্ঞপ্তি

Gram Swaraj Yojana

গ্রাম স্বরাজ যোজনার অধীনে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৪ মে, ২০২৪।

পদের নাম
Accountant cum IT Assistant

   

মোট শূন্যপদ
৬৫৭০ টি। (UR- ১৬৪৩ টি, EWS- ৬৫৭ টি, SC- ১৩১৩ টি, ST- ১৩১ টি, EBC- ১৬৪৩ টি, EC- ১১৮৩ টি।)

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকরার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বি.কম, এম.কম অথবা সিএ বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে।

বেতন
সরকারি পে স্কেল অনুযায়ী কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ধার্য করা হবে।

বয়সসীমা
সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের নির্দিষ্ট কোনও বয়সসীমার উল্লেখ নেই।

Employment No.— 1092/2023/Part2/198

আবেদন পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। সবার প্রথম নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট পোর্টালের অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। নির্ভুল ভাবে আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড করার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।
যোগ্য প্রার্থীরা তাই আর দেরিনা করে আজই আবেদন করুন ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন