Government Job Opportunities: একটা সময় একে অপরের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ভারতীয় ডাক বিভাগ। বর্তমানে স্মার্টফোনের যুগে চিঠির গুরুত্ব কমে এলো কোনোভাবেই কমেনি ডাক বিভাগের গুরুত্ব। কারণ এখনো পর্যন্ত দেশের সমস্ত সরকারি কাজকর্মের জন্য নথি আদান প্রদান করা হয় এই ডাক বিভাগের মাধ্যমে।
তাছাড়া সম্প্রতি ডাক বিভাগের সাথে জুড়ে গিয়েছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের তকমা। অর্থাৎ চিঠি আদান প্রদানের পাশাপাশি এখন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে কেন্দ্রীয় এই সংস্থা। অন্যদিকে দেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুটা অংশে বেশি সুখ দেয় এই আর্থিক প্রতিষ্ঠান।
আর এবার ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকে চাকরির সুযোগ নিয়ে এলো সংস্থা। সম্প্রীতি সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে কনসালটেন্ট, সিনিয়র কনসাল্টেন্ট এবং অ্যাসোসিয়েট কনসাল্টেন্ট পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী গোটা ভারতে শূন্য পদে সংখ্যা ৪৩টি।
প্রাথমিকভাবে দিল্লি এবং চেন্নাইয়ে নিয়োগ করা হলো পরে ভারতের অন্যত্র ট্রান্সফার করা হবে প্রার্থীদের। আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে। একই সাথে থাকতে হবে কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশন কিংবা তিন বছরের এমবিএ ডিগ্রী।
পাশাপাশি আরো বলা হয়েছে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্পোরেট অফিসের কাজ করার। ভারতীয় ডাক বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ করা হবে তিন বছরের জন্য কিন্তু পরে দু বছরের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা, তবে জাতিভিত্তিক শংসাপত্র থাকলে আবেদন করার জন্য ছাড় মিলবে।