Government Job: স্নাতকদের জন্য কলকাতা ট্যাঁকশালে চাকরির সুযোগ

Government Job: এবার কলকাতা ট্যাঁকশালে চাকরির সুযোগ নিয়ে কেন্দ্র সরকার। সম্প্রতি কলকাতা ট্যাঁকশালে পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, খুব দ্রুত নয়টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে তারা

India Government Mint, Kolkata

Government Job: এবার কলকাতা ট্যাঁকশালে চাকরির সুযোগ নিয়ে কেন্দ্র সরকার। সম্প্রতি কলকাতা ট্যাঁকশালে পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে, খুব দ্রুত নয়টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে তারা। শূন্য পদগুলির মধ্যে রয়েছে সুপারভাইজার এনগ্রেভার এবং জুনিয়র টেকনিশিয়ান।

বিজ্ঞপ্তি অনুযায়ী জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য শূন্য পদ রয়েছে মোট ছটি সুপারভাইজার পদের জন্য আসন একটি এবং এনগ্রেভার পদের জন্য আসন রয়েছে দুটি। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

   

সুপারভাইজার পদে যোগ দেওয়ার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অন্যদিকে এনগ্রেভার ও জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদন করার জন্য প্রার্থীর সাথে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সুপারভাইজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি।

Advertisements

তাছাড়া এনগ্রেভের পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। অন্যদিকে জুনিয়র টেকনিশিয়ান পদে থাকতে হবে আইআইটি ডিগ্রি। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। আবেদন করার জন্য প্রথমে কলকাতা টাকশালের নিজস্ব ওয়েব সাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আবেদনপত্র পূরণ করার পর অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের দিতে হবে ৬০০ টাকা তবে জাতিভিত্তিক শংসাপত্র থাকলে আবেদন ফিতে ছাড় মিলবে। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন https://igmkolkata.spmcil.com/en/ এই লিংকে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News