সুবর্ণ সুযোগ, ছাত্রীরা পেতে চলেছে এবার ১২,০০০ টাকা! রইল আবেদন পদ্ধতি

smiling-school-girls

বিশেষ সুখবর এবার ছাত্রীদের জন্য। কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই বৃত্তির পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ মেয়েদের জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ সুযোগ। তবে এই সুযোগ দিতে চলেছে আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল বেটি পড়ো স্কলারশিপ। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই সম্পূর্ণ তথ্য যানতে জানতে দেখেনিন আজকের এই প্রতিবেদন-

Advertisements

তবে এই বৃত্তি, একটি বিখ্যাত ইস্পাত উৎপাদন কোম্পানি প্রদান করে থাকে। তবে কাদের কিভাবে কত পরিমাণ অর্থ প্রদান করা হবে তা নিম্নে আলোচনা করা হল-

নবম এবং দশম শ্রেণীর মেয়েদের জন্য এখানে প্রতি বছর ১২,০০০ টাকা প্রদান করা হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মেয়েদের জন্য বার্ষিক ১৫,০০০ টাকা। BE বা B.Tech ছাত্রীদের জন্য প্রতি বছর ৫০,০০০ টাকা। স্নাতক স্তরের ছাত্রদের জন্য বার্ষিক ৪০,০০০ টাকা। মেডিকেল কোর্সের ছাত্রীদের জন্য বার্ষিক ৫০,০০০ টাকা। আইটিআই কোর্সের ছাত্রীদের জন্য বার্ষিক ১০,০০০ টাকা। ডিপ্লোমা কোর্সের ছাত্রীদের জন্য প্রতি বছর ২০,০০০ টাকা। প্রদান করা হবে।

আবেদনের যোগ্যঃ-
শুধুমাত্র মহিলা ছাত্রীরাই এখানে আবেদন করতে পারবে। তবে যারা কমপক্ষে ৬০% নম্বর পেয়েছে তারাই আবেদনের যোগ্য। এছাড়া আবেদনকারীর পারিবারিক আয় বার্ষিক ৫ লাখের কম থাকতে হবে।

Advertisements

আবেদন পদ্ধতিঃ-
আবেদনের জন্য বিদ্যাসারথি পোর্টালে যেতে হবে, এর পর আপনি বর্তমানে যে কোর্সটি করছেন তা নির্বাচন করে “Apply” এ ক্লিক করতে হবে।
এরপর আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আবেদন করে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। তারপর আবেদনটি সম্পূর্ণ করে ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে, সঠিক ভাবে ব্যক্তিগত এবং একাডেমিক বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ
বেটি পড়াও বৃত্তি আবেদন প্রক্রিয়া এখন 2024-25 শিক্ষাবর্ষের জন্য 31শে আগস্ট 2024-এ বন্ধ হবে৷