আইটিতে চাকরির জোয়ার! ৪০০০০ ফ্রেশার্সকে চাকরি দিচ্ছে TCS

দেশের তরুণদের জন্য সুখবর দিল রতন টাটার কোম্পানি। দেশের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) চলতি আর্থিক বছরে হাজার হাজার ফ্রেশার্সদের চাকরি…

দেশের তরুণদের জন্য সুখবর দিল রতন টাটার কোম্পানি। দেশের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) চলতি আর্থিক বছরে হাজার হাজার ফ্রেশার্সদের চাকরি দিতে চলেছে। আপাতত দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। চলতি বছরে ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি দিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস চলতি আর্থিক বছরে (২০২৪-২০৪৫) ৪০ হাজার ফ্রেশারদের চাকরি দিতে চলেছে। অর্থাৎ, কোম্পানি প্রতিদিন প্রায় ১১০ জন ফ্রেশারকে চাকরি দেবে। দেশের তরুণদের জন্য এটি নিঃসন্দেহে এটি বিরাট খবর হতে চলেছে। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন দেশের যুবকদের মধ্যে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, আগামী দিনে দেশের অন্যান্য আইটি সংস্থাগুলি নতুনদের চাকরির ঘোষণা দিতে পারে।

   

চলতি আর্থিক প্রথম ত্রৈমাসিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত, টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রতিদিন প্রায় ৬১ জনকে চাকরি দিয়েছে। তথ্য অনুসারে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ TCS জুন ত্রৈমাসিকে ৫,৪৫২ চাকরিপ্রার্থী চাকরি দিয়েছে। এর ফলে কোম্পানির মোট কর্মীসংখ্যা দাঁড়িয়েছে ৬,০৬,৯৯৮। এভাবেই নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে চায় TCS। কোম্পানিটি চলতি অর্থ বছরে প্রায় ৪০ হাজার ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করেছে।

মাসিক বেতন ১৪০০০০, প্রচুর শিক্ষক নিয়োগ করছে খ্যাতনামা এই সরকারি স্কুল

টাটা কনসালটেন্সি সার্ভিসেস চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ বলেছেন, প্রযুক্তি চাকরির পরিস্থিতিকে নতুন আকার দিচ্ছে। টিসিএস কর্মীদের বেতন ৪.৫ থেকে ৭ শতাংশ বাড়িয়েছে। কাজ ভালো করলে ১০-১২ শতাংশ বেতনবৃদ্ধিও হচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম কমিয়ে আনার চেষ্টা চলছে। এখন প্রায় ৭০ শতাংশ কাজ অফিস থেকে হচ্ছে। ভারতের আইটি সেক্টর ক্রমাগত উন্নত হচ্ছে।

১৫ জুলাই টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ারে সামান্য পড়েছে। তথ্য অনুযায়ী, বাজার বন্ধ হওয়ার পরে, কোম্পানির শেয়ার ১৬.৯০ টাকা কমে ৪,১৬৮ টাকায় থেমেছে। বাজার চলাকালীন সর্বোচ্চ ৪২৩৭.০৫ টাকায় পৌঁছেছিল। শুক্রবার কোম্পানির শেয়ার ৪১৮৪.৯০ টাকায় পৌঁছেছিল। সোমবার বাজার চালুর সঙ্গে সঙ্গে কোম্পানির শেয়ার ৪২২৫.৬০ টাকায় পৌঁছে যায়।

৩৫ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, রইল আবেদন পদ্ধতি