আপনি কি ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy) যোগ দিতে চান! তাহলে কেন্দ্রীয় সরকার দিচ্ছে আপনাকে সেই সুযোগ। কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহী বাহিনীতে করা হবে নিয়োগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী ৪১৬৫ টি শূন্য পদে করা হবে নিয়োগ। পুরুষ এবং মহিলা সকলের জন্য রয়েছে তবে মহিলাদের জন্য প্রায় ৮০০টির কাছাকাছি শূন্য পদ সংরক্ষিত রয়েছে। আবেদন করার শেষ তারিখ আজ অর্থাৎ ১৫ই জুন। তাই আবেদন করার জন্য আর চিন্তা ভাবনার কোন সুযোগ নেই সরাসরি আবেদন করে ফেলতে হবে ভারতীয় নৌবাহিনীর নিজস্ব ওয়েব সাইটে গিয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছরের মধ্যে। একই সাথে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অংক পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে পাশ করতে হবে। তবে জাতিরভিত্তিক শংসাপত্র থাকলে বয়সে কিছুটা ছাড় মিলবে। প্রার্থী বাছাই সম্পন্ন হলে উড়িষ্যা চিলকা উপকূলে দেওয়া হবে প্রশিক্ষণ।
প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে। আবেদন করার জন্য ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপরে চাওয়া হবে প্রয়োজনীয় তথ্য একই সাথে চাওয়া হবে দৈহিক মাপঝকের এর বিবরণ। সবশেষে আবেদন ফি বাবদ দিতে হবে ৫৫০ টাকা। আবেদন ফি দেওয়ার পরে আপনার আবেদন সফল হবে।
#IndianNavy #JobOpportunities #Vacancies #Career #MaritimeOrganization #Positions #Roles