ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য বিমা নিগম, রইল আবেদন পদ্ধতি

দেশজুড়ে কর্মসংস্থানের হাওয়া। ইতিমধ্যে Employees State Insurance Corporation এর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে রাজ্য…

ESIC

দেশজুড়ে কর্মসংস্থানের হাওয়া। ইতিমধ্যে Employees State Insurance Corporation এর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে রাজ্য বিমা নিগম (ESIC)। এখানে সুপার স্পেশালিষ্ট পদের জন্য এই নিয়োগ করা হবে। সেই কারনেই যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করা যাবে আগামী ৬ জুন পর্যন্ত।

আবেদন পদ্ধতিঃ-
Employees State Insurance Corporation এ আবেদন প্রক্রিয়া (ESIC Recruitment 2024) শুরু হয়ে গিয়েছে। এখানে আবেদন করতে হলে প্রথমত আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য ESIC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অথবা ESIC এর এই লিঙ্কে esic.gov.in ক্লিক করে আবেদন করতে হবে।

   

শূন্যপদঃ-

স্পেশালিষ্ট পদের জন্য নিয়োগ করবে কর্মচারী রাজ্য বিমা নিগম (ESIC)। রাজ্য বিমা নিগম কার্ডিও বিভাগে নিয়োগ করবে প্রার্থীদের। শুধুমাত্র একটি শূন্যপদের জন্য আবেদন করা যাবে। নিয়োগ হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে। কাজের উপর নির্ভর করবে চুক্তির মেয়াদ।

যোগ্যতাঃ-

কর্মচারী রাজ্য বিমা নিগমে আবেদন করতে গেলে নুন্যতম এমবিবিএস পাশ হতেই হবে। এরপর বিশেষ ডিগ্রির বিষয়ে জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। পাশাপাশি আবেদনকারীকে পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ-
সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত বয়সের আবেদনকারীরাই এই পদের জন্য আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতিঃ-

কর্মচারী রাজ্য বিমা নিগমে প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের সমস্ত মূল নথি আনতে হবে ইন্টারভিউ’য়ের জন্য । এমনকি Employees State Insurance Corporation এর অংশগ্রহণকারী প্রার্থীদের walk in interview এর জন্য কোনও টিএ/ডিএ দেওয়া হবে না বলে জানিয়েছে কর্মচারী রাজ্য বিমা নিগম।