প্রকাশ পেল উচ্চমাধ্যমিক সেমিস্টারের রুটিন, পরীক্ষা কবে জেনে নিন

Higher Secondary Syllabus to Undergo Major Changes from Next Session

২০২৬ সাল থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা (Education)। এই পরীক্ষায় বদল হয়েছে বেশকিছু নিয়ম সঙ্গে পরীক্ষার সিলেবাসও। তাই নতুন নিয়ম নিয়ে ছাত্রছাত্রীরা চিন্তিত। তাদের কাছে প্রশ্ন কি ভাবে হবে এবার পরীক্ষা? যারা এই বছর মাধ্যমিক দিল তারাই এই নতুন পরীক্ষার আওতায় আসবে।

সেমিস্টারের মাধ্যমে সম্পন্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Education)। সদ্য প্রকাশ পেয়েছে সেই সেমিস্টারের রুটিন। সেখানে জানানো হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে একাদশ শ্রেনীর প্রথম সেমিস্টার নেওয়া হবে। দুর্গাপুজোর আগে শুরু হবে পরীক্ষা। ১৩ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

   

উচ্চ বেতনে কর্মী নিয়োগ করতে চলেছে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর, রইল বিজ্ঞপ্তি

এ ছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা (Education) নেওয়া হবে। তবে বেশকিছু বিষয় আছে যেমন ভিজ্যুয়াল আর্টস, মিউজিক, ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা নেওয়া হবে ৪৫ মিনিটে। বাকি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ১ ঘণ্টা ১৫ মিনিটে। তবে পরের বছর ৩রা মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত চলবে একাদশ শ্রেনীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার সময় রাখা হয়েছে দুপুর ৩ টে থেকে বিকেল ৫টা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন