উচ্চ বেতনে কর্মী নিয়োগ করতে চলছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর, রইল বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেদিনপুর জেলা স্বাস্থ্য ও কল্যাণ দপ্তর। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে…

Job Vacancy

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেদিনপুর জেলা স্বাস্থ্য ও কল্যাণ দপ্তর। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২০/০৬/২০২৪ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ০৫/০৭/২০২৪ তারিখ।

পদঃ-
১) ক্লিনিক্যাল মনোবৈজ্ঞানিক -১ টি
২) কাউন্সেলর – ১ টি
৩) STLS – ১ টি
৪) এসটিএস -১ টি
৫) পরীক্ষাগার প্রকর্মী – ৩ টি
৬) স্যানিটারী অ্যাটেনডেন্ট- ১ টি

বেতনঃ-
৩০,০০০ টাকা।

বয়সঃ-
আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।

যোগ্যতাঃ-
উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সাধারণত উচ্চমাধ্যমিকে পাশ করলেই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতিঃ-
এই নিয়োগের জন্য আবেদন জানাতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। এরজন্য আগ্রহ প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তারপর নির্ভুলভাবে সেটি পূরণ করে নির্দিষ্ট ফি দিয়ে, স্বাস্থ্য প্রধান মেডিক্যাল অফিসার অফিস, পূর্বমেদিনীপুর পিন -৭২১৬৩৬ ঠিকানায় আবেদন পত্রটি জমা করতে হবে।

Advertisements

সরাসরি ইন্টারভিউ’এর মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে ব্লক উন্নয়ন অফিস

আবেদন ফিঃ-
সাধারণ( Genaral) OBC – প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং SC/ST/ – প্রার্থীদের জন্য ৫০ টাকার ডিমান্ড ড্রাফ্ট এর মাধ্যমে ফি জমা করতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ-
এই নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের চারটি পর্যায়ে নির্বাচন করা হবে।
১) লিখিত পরীক্ষা
২) কম্পিউটার টেস্ট
৩) ইন্টারভিউ
৪) নাথিযাচাই করন