পড়ুয়াদের জন্য স্বস্তির খবর, খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল

wb-class-10-exams-2026-only-neutral-questions-board-confirms

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও কলেজে ভর্তি (College admission 2025) নিয়ে তৈরি ছিল অনিশ্চয়তা। তবে এবার সেই অনিশ্চয়তার অবসান। আজ, মঙ্গলবার থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি পোর্টাল খুলে গেল। আগামীকাল, অর্থাৎ বুধবার (১৮ জুন) সকাল থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Advertisements

এই খবরে স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের মধ্যে। কলেজে ভর্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। অনলাইন পোর্টাল চালু হওয়ায় এবার শুরু হবে আসল প্রতিযোগিতা—ভালোমতো নম্বর পাওয়ার পাশাপাশি কোন কলেজে ভর্তি হতে পারা যাবে, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

কবে থেকে শুরু আবেদন?
অনলাইনে আবেদন ১৮ জুন (বুধবার) সকাল ১০টা থেকে শুরু হবে এবং চলবে ৩০ জুন পর্যন্ত।

মেধাতালিকা প্রকাশ: ৩ জুলাই

ভর্তি প্রক্রিয়া: ৪ জুলাই থেকে

ক্লাস শুরু: ১৫ জুলাই থেকে

কী কী তথ্য লাগবে আবেদন করতে?
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদনের জন্য যে কাগজপত্র ও তথ্য লাগবে:

উচ্চমাধ্যমিক মার্কশিট

মাধ্যমিকের অ্যাডমিট/সার্টিফিকেট (জন্মতারিখ প্রমাণে)

Advertisements

ফটো ও সিগনেচার স্ক্যান কপি

কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

স্থানীয় ঠিকানা ও যোগাযোগ নম্বর

ভোটার কার্ড/আধার (পরিচয়পত্র হিসাবে)

রাজ্যের কোন কলেজে কেমন আবেদন?
এবছর রাজ্যের প্রায় সমস্ত সরকারি ও সরকার পোষিত কলেজে পূর্ণভাবে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী, যাদবপুর, বিদ্যাসাগর, বর্ধমান, গৌড়বঙ্গ, উত্তরবঙ্গ, ও কালনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পড়ুয়াদের প্রতিক্রিয়া
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেও যারা এতদিন ধরে চিন্তায় ছিলেন ভর্তি নিয়ে, তারা অবশেষে স্বস্তি পেয়েছেন। মালদহের এক পড়ুয়া দীপ্তি সরকার বললেন, “অনেক কলেজের ওয়েবসাইট খুলে রাখছিলাম রোজ, অবশেষে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শুনে খুশি লাগছে।”

শিক্ষা দফতরের বার্তা
রাজ্য উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ভর্তির সমস্ত ধাপ স্বচ্ছ ও অনলাইনে হবে। কোনও রকম ফিজিকাল কাউন্সেলিং বা লাইনে দাঁড়িয়ে আবেদন করার প্রয়োজন নেই।

উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলেজে ভর্তি সংক্রান্ত দুশ্চিন্তা অবশেষে দূর হল। অনলাইন পোর্টাল চালু হওয়ায় বাড়িতে বসেই আবেদন করার সুবিধা মিলবে পড়ুয়াদের। সময়মতো আবেদন জমা দিয়ে নির্দিষ্ট দিনগুলো মাথায় রেখে ভর্তি প্রক্রিয়ায় সক্রিয় হতে হবে।