কলেজে ভর্তির নিয়মে ভোলবদল! অনলাইনে কীভাবে আবেদন? জানুন…

অপেক্ষার হল অবসান। রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু হল আজ। সেখানে জানান হয়েছে যে স্নাতকে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের আর ভিন্ন ওয়েবসাইট…

COLLAGE

অপেক্ষার হল অবসান। রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু হল আজ। সেখানে জানান হয়েছে যে স্নাতকে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের আর ভিন্ন ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না। শুধুমাত্র সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমেই একসঙ্গে ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এমনকি এই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে জানান হয়েছে বিভিন্ন কলেজের পাশাপাশি একাধিক কোর্সেও আবেদন করা যাবে।

তবে ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন https://banglaruchchashiksha.wb.gov.in/ পোর্টাল অথবা সরাসরি https://wbcap.in/ পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয়ভাবেই প্রকাশ পাবে কলেজে ভর্তির মেধাতালিকা। এই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২৪ জুন যা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।

   

এই পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান,ল কলেজ, চারুকলা সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা নার্সিং কলেজে ভর্তি হওয়া যাবে। এদিন পোর্টালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি হতে গেলে শুধুমাত্র ভর্তির ফি দিতে হবে।

এছাড়া কোনও ছাত্র বা ছাত্রী যদি কোনও কলেজে ভর্তির জন্য ফি জমা দিয়ে ফেলে, তারপর তাঁর অন্য একটি কলেজে নাম ওঠে যেখানে তিনি পড়তে চান অথচ সেখানে কলেজের ফি যদি বেশি হয় তাহলে সেই ছাত্র বা ছাত্রীকে অতিরিক্ত টাকাটা জমা দিতে হবে। আবার যদি সেই ছাত্র বা ছাত্রী এমন কোন কলেজে ভর্তি হতে চায়, সেখানে ফি কম হলে বাড়তি টাকা ছাত্র বা ছাত্রীদের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে।” তবে এই সিদ্ধান্তে অনেকটাই স্নাতকের ছাত্র বা ছাত্রীরা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।