CICR: কটন রিসার্চ সেন্টারে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

আপনি কি স্নাতক! তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিলতে পারে কাজের সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (Indian Council of…

CICR: কটন রিসার্চ সেন্টারে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

আপনি কি স্নাতক! তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মিলতে পারে কাজের সুযোগ। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধিনস্ত সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (Indian Council of Agricultural Research) এর অধীনস্থ সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ (Central Institute for Cotton Research) এর পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সংস্থার ইয়ং প্রফেশনাল পদে নিয়োগ করা হবে। আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। যে সমস্ত প্রার্থীরা কৃষিবিদ্যা কিংবা উদ্যান বিদ্যানের স্নাতক পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদে রয়েছে তিনটি।

আবেদন করার জন্য প্রার্থীদের কম্পিউটার এবং মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ নেওয়া হবে তামিলনাড়ুর সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ এর অফিসে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হবে চুক্তির ভিত্তিতে যদিও পড়ে কর্মীদের দক্ষতা দেখে সেই চুক্তির মেয়াদ বাড়ানো যাবে।

Advertisements

একই সাথে আরো বলা হয়েছে চুক্তির মেয়াদ থাকবে ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত। প্রতিদিন নিজের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সে প্রমাণপত্রসহ ইন্টারভিউ দিন অফিসে হাজির থাকতে হবে। তাছাড়া নেওয়া হবে লিখিত পরীক্ষা।