CBSE Board Results: সিবিএসই বোর্ডের রেজাল্ট নিয়ে সামনে এল বড় আপডেট

যে কোনও সময় ঘোষিত হতে পারে সিবিএসই (CBSE Board Results) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। এর আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ঘোষণা করেছিল,…

cbse-result-2024-cbse-class-10-12-revaluation-results-2024-released

যে কোনও সময় ঘোষিত হতে পারে সিবিএসই (CBSE Board Results) দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল। এর আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ঘোষণা করেছিল, ২০ মে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সূত্রের খবর, ২০ তারিখের আগেই ফল ঘোষণা করে দেবে সিবিএসই। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, ২০ মে-র আগে যে কোনও দিন দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হবে।

চলতি বছর মোট ৩৯ লক্ষ ছাত্র সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিল। সিবিএসই-র স্কিল এডুকেশন এবং ট্রেনিংয়ের ডিরেক্টর বিশ্বজিৎ সাহা বলেন, বোর্ড জোরকদমে রেজাল্ট তৈরির কাজ চালাচ্ছে। সেই প্রক্রিয়া শেষ হলেই রেজাল্ট ঘোষণা করে দেওয়া হবে। খুব শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করবে সিবিএসই।

   

তিনি আরও বলেন, ঠিক কবে রেজাল্ট প্রকাশিত হবে, তা এখনই বলতে পারছি না। আমরা এর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যে ২০ মে রেজাল্ট প্রকাশ করা হবে। যেহেতু বোর্ড রেজাল্ট তৈরি এবং ঘোষণার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, তাই সেই প্রক্রিয়া শেষ হলেই যে কোনও সময় ফলাফল ঘোষণা করা হবে। ২০ মে-র আগেও যে কোনও সময় ফলাফল ঘোষণা করা হবে।

Physical Assault: টানা ৬ বছর ধরে ছাত্রীকে ধর্ষণ! গর্ভবতী হতেই পালাল শিক্ষক

চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চের মধ্যে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলের মধ্যে। অভ্যন্তরীণ মূল্যায়ন এবং পরীক্ষা মিলিয়ে ৩৩ শতাংশ নম্বর পেলেই পরীক্ষার্থীদের পাস বলে ঘোষণা করা হয়।

Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন ভারতীয় রেলের কোচ আর বগির পার্থক্য?

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট ঘোষণা হওয়ার পর সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে তা জানতে পারবে পড়ুয়ারা। ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডের আইডি, স্কুল নম্বর এবং রোল নম্বর দিয়ে পরীক্ষার্থীরা স্কোর কার্ড দেখতে পাবেন। গত বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষিত হয়েছিল ১২ মে, শুক্রবার।

Mamata Banerjee: ‘আরও কুকীর্তি আছে’, রাজ্যপাল আনন্দ বোসকে পেনড্রাইভের জুজু দেখালেন মমতা