২৪,০০০ টাকা বেতনে মেডিকেল অফিসার পদে নিয়োগ করছে কলকাতা পুরসভা, রইল আবেদন পদ্ধতি

নিয়োগের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে মোট ৬৫ টি শূন্যপদে। আগ্রহী প্রার্থীরা এখানে অফলাইন…

No Budget, No Development: Only Mahakumbh and Ganga Sagar Discussed in KMC

নিয়োগের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে মোট ৬৫ টি শূন্যপদে। আগ্রহী প্রার্থীরা এখানে অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের কে আগামী ১৪ জুন ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।

পদের নাম:-
কলকাতা পুরসভা মেডিকেল অফিসার পদে নিয়োগ করবে।

শূন্যপদ:-
এখানে মোট ৬৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন কাঠামো:-
মেডিকেল অফিসার পদে চাকরির জন্য নির্বাচিত হওয়ার পর ইচ্ছুক প্রার্থীদের প্রতিমাসে ২৪,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

যোগ্যতা:-
এমবিবিএস কমপ্লিট করেছেন যারা, তারাই কলকাতা পুরসভার মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:-
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে থাকতে হবে।

Advertisements

আবেদন পদ্ধতি:-
আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীরা প্রথমে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর নির্ভুল ভাবে আবেদন পত্রটি পূরণ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে আবেদন পত্রের সাথে জুড়ে দিতে হবে। সমস্ত পেপার গুছিয়ে একটি খামের ভেতর ভরে সাক্ষাৎকারের দিন ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।

নিয়োগ পদ্ধতি:-
আবেদন পত্র জমা পড়ার পর ইচ্ছুক প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ (সাক্ষাতকার) এর মাধ্যমে এই চাকরিতে নির্বাচিত করা হবে।

আবেদন জমা করার ঠিকানা:-
আগ্রহী প্রার্থীদের কে তাদের আবেদন পত্রে ভরা খামটি নিয়ে Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S.N.Banerjee Road, Kolkata – ৭০০০১৩, এই ঠিকানায় পাঠাতে হবে।