বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, নিয়োগ ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। তবে চুক্তির…

Burdwan University

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে করা হবে নিয়োগ বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিন –

পদের নাম – প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট

   

শূন্যপদ – ১

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী প্রার্থীর থাকতে হবে প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পদপ্রার্থীদের স্নাতকোত্তরে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। এছাড়া তাদের উত্তীর্ণ হতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবার গ্র্যাজুয়াশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) পরীক্ষায়। পাশাপাশি, স্নাতকোত্তর পর্বে স্পেশাল পেপারে ইকোলজি এবং এনভায়রনমেন্টার বায়োলজি থাকতে হবে।

বেতন – বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে নির্বাচিতকে ২ বছর ৫ মাসের চুক্তিতে কাজ করতে হবে। তার জন্য মাসিক বেতন হবে ২১,০০০ টাকা।

নিয়োগ পদ্ধতি – জীবনপঞ্জি এবং অন্যান্য নথি-সহ ওয়াক-ইন ইন্টারভিউ দিতে হবে। তার জন্য আলাদা করে ২৫০ টাকার একটি ডিমান্ড ড্রাফট বিশ্ববিদ্যালয়ের সেলস কাউন্টারে জমা দিতে হবে। এরপর ৩০ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আরও বিশদে জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিতে হবে বিজ্ঞপ্তিটি।