সরাসরি ইন্টারভিউ’এর মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে ব্লক উন্নয়ন অফিস

Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings
Last Chance to Apply! ONGC Releases Notification for 2,743 Job Openings

সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া জেলার ব্লক উন্নয়ন অফিস। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইচ্ছুক প্রার্থীরা তাই আবেদন শুরু করতে পারেন এখনই। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০২৪। তবে এখানে অফলাইন তথা স্পীড পোস্টের মাধ্যমে আবেদন ফর্ম পাঠাতে পারবেন।

পদঃ-
সুপারভাইজার।

   

শূন্যপদঃ-
১টি। 

যোগ্যতাঃ-
এখানে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ না থাকলেও তবে বাঁকুড়া ব্লক উন্নয়ন অফিসের নিয়ম অনুযায়ী নুন্যতম গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করা যাবে।

বয়সঃ-
এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে ৬২ বছর এর নিম্নে।

আবেদন প্রক্রিয়াঃ-
এখানে আবেদনকারীদের কে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে bankura.gov.in থেকে আবেদন ফর্মটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর আবেদনকারীর নাম, স্থানীয় ঠিকানা, তার অভিভাবকের নাম, তার জন্মতারিখ, তার যোগ্যতা ও দক্ষতা এসব তথ্য দিয়ে নির্ভুলভাবে ফর্মটি পূরণ করে, প্রয়োজনীয় নথি পত্র গুলো জেরক্স করে একসঙ্গে খামের মধ্যে ভরে এই ঠিকানায় গিয়ে জমা করে দিতে হবে- The office of the Block Development Officer, Indas Development Block, District ‘ Bankura.

নিয়োগ প্রক্রিয়াঃ-
আগ্রহী প্রার্থীদের এখানে সরাসরি ইন্টারভিউ নেওয়ার পর চাকরিতে নিয়োগ করা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন