কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় নির্মাণ কারখানায়, রইল আবেদন পদ্ধতি

BEML

চাকরিজিবীদের কাছে সুখবর। কারণ ভারত সরকারের অধীনস্থ ভারত আর্থ মুভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৫ জুন, ২০২৪।

Advertisements

পদের নাম
Staff Driver

মোট শূন্যপদ
৪ টি।

যোগ্যতা
এই পদে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা রাখতে হবে।

বেতন
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে ২০,০০০/- টাকা থেকে।

Advertisements

বয়স
আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর অথবা তার নিচে হতে হবে।

আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন জমা করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে নিজে থেকেই একটি আবেদনপত্রের ফরম্যাট রেডি করতে হবে। উক্ত আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি পত্র গুলির কপি যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্র সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা
BEML Soudha, 23/1, 4th Main, Sampangirama Nagar, Bangalore – 560027, India

তাই আর দেরি না করেই আজই আবেদন করুন যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা।