Bank Job: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ দিচ্ছে BOB, জানুন বিস্তারিত

Bank Of Baroda job

এবার মাধ্যমিক পাশেই চাকরি সুযোগ নিয়ে এলো ব্যাঙ্ক অফ বরোদা। বর্তমানে ভারতে যে সমস্ত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যাঙ্ক অফ বরোদা। প্রায় কয়েক দশক ধরে ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় এই ব্যাংক।

Advertisements

আর এবার এই ব্যাংকের পক্ষ থেকে নিয়ে আসা হল একাধিক শূন্য পদ। সম্প্রতি ব্যাংকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ফ্যাকাল্টি এবং অফিস অ্যাটেন্ডার পদে নিয়োগ করতে চলেছে ব্যাংক। শূন্য পদের সংখ্যা কত সেটা এখনো পর্যন্ত বলা হয়নি।

ব্যাংকে তরফ থেকে আরো জানানো হয়েছে ফ্যাকাল্টি পদে আবেদন করার জন্য প্রার্থীদের এগ্রিকালচার মার্কেটিং, হর্টিকালচার অথবা সাইকোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা। অন্যদিকে অফিস অ্যাটেণ্ডার পদে আবেদন করার জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে।

Advertisements

তবে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। ১২ মাসের জন্য এই চুক্তি করা হবে। ফ্যাকাল্টি পদে বেতন দেয়া হবে ২২০০০ টাকার কিছু বেশি অন্যদিকে অফিস অ্যাটেন্ডার পদে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে ১০০০০ টাকার কাছাকাছি। সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। ঠিকানাটি হলো বরোদা স্বরোজগার বিকাশ সংস্থান ট্রাস্ট, ব্যাঙ্ক অব বরোদা রিজিওনাল অফিস, ধামতারি, প্রথম তল, সিভিক সেন্টার, সেক্টর-৫।