Axis Bank Recruitment Notice 2024 : উচ্চমাধ্যমিক পাসে Axis ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ

Axis Bank Recruitment Notice 2024 : উচ্চমাধ্যমিক পাসে Axis ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। , দেখুন কিভাবে আবেদন আবেদন করবেন- এক্সিস ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ…

Axis Bank Recruitment Notice 2024 : উচ্চমাধ্যমিক পাসে Axis ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। , দেখুন কিভাবে আবেদন আবেদন করবেন- এক্সিস ব্যাঙ্কে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ |

Axis Bank Data entry operator job Recruitment News 2024
আপনি কি একটি বেসকারি চাকরি খুঁজছেন? তাহলে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস চাকরি-প্রার্থীদের জন্য এক্সিস ব্যাংকের বিভিন্ন পদে চাকরির এক সুবর্ণ সুযোগ। গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্সিস ব্যাংকের তরফ থেকে যেখানে পার্মানেন্টলি ভাবে এক্সিস ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এখানে মূলত ব্যাংকিং স্টাফ তথার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। যদি আপনি আগ্রহী হন তাহলে পশ্চিমবঙ্গে এক্সিস ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

   

যে পদে কর্মী নিয়োগ হবে : অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Axis Bank এর অফিস এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, KYC ভেরিফিকেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আরো একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা : Axis Bank এর উল্লেখিত এসব পদের জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে থাকতে হবে কম্পিউটারের নলেজ।

বয়সসীমা : এখানে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ স্থান : জানা গিয়েছে যে চাকরি প্রার্থীদের রাজ্যের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গে এক্সিস ব্যাংকে সরাসরি ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আথবা প্রার্থীকে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করতে হবে এবং সেই বায়োডাটা নিচে দেওয়া Email বা WhatsApp এ পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো – Contact To : 8420199830 / 9748183347
Mail :- [email protected]

নিয়োগ পদ্ধতি: এখানে চাকরি পাওয়ার সবথেকে বড় সুখবর হলো চাকরিপ্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ইন্টারভিউয়ে সিলেকশন হলেই চাকরি-প্রার্থীদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে , প্রশিক্ষণের সু-ব্যবস্থা ও আছে ।

এক্সিস ব্যাংকে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন :-

1. মাধ্যমিকের এডমিট কার্ড।

2. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

4.পাসপোর্ট সাইজের ফটোকপি।

5. চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।

6. আধার কার্ড অথবা ভোটার কার্ড।

এক্সিস ব্যাংকের ইন্টারভিউয়ের সময়:-
সকাল ১০ টা থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছুটা আগে উপরিউক্ত ডকুমেন্টস সহ ফরম্যাল পোশাকে পৌঁছে যাবেন। তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে Allow করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন

Contact To : 8420199830/9748183347
Email : [email protected]
কাজের ভূমিকা ও দায়িত্ব : ব্যাক অফিসের দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাংকিং সেগমেন্ট (Back Office Corporate Department)।

সুবিধা :
সেল ফোনের প্রতিদান
স্বাস্থ্য বীমা
জীবনবীমা
তহবিল
সময়সূচী – দিনের শিফট
সম্পূরক বেতন – কাজের নিপুনতার পুরস্কার, বার্ষিক বোনাস