নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption) এবার বাংলায় (West Bengal) রেকর্ড গড়তে চলেছে চাকরি বাতিলের সংখ্যা। বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) তরফে গ্রুপ সি নিয়োগ নিয়ে তালিকা প্রকাশের পরেই প্রশ্নের মুখে ৩১১৫ জনের ভবিষ্যত। কলকাতা হাইকোর্টের নির্দেশে তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এরপর আদালতের তরফে কি রায় দেওয়া হয়? সেটাই দেখার।
২০১৬ সালে গ্রুপ সি পদে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল শুরু থেকেই৷ একাধিক অভিযোগ দায়ের হতেই কমিশনকে সন্দেহভাজনের তালিকায় থাকা সকলের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, যাদের নিয়োগে কারচুপি রয়েছে,সমস্ত তালিকা প্রকাশ করতে হবে৷ এর জন্য ৯ তারিখ অবধি সময় ধার্য করেছিলেন তিনি।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৩৪৭৭ জনের তালিকা প্রকাশ করা হয়। যার মধ্যে ৩১১৫ জনের ওএমআর শিটে গরমিল পাওয়া গেছে। অর্থাৎ, ৯০ শতাংশ নিয়োগ এখন প্রশ্নের মুখে৷ সূত্রের খবর, ৩,১১৫ জনের মধ্যে এ রকম ৭০-৮০ জন রয়েছেন যাঁদের নম্বর কমানো হয়েছিল। শুধুমাত্র ৩৬২ জনের নিয়োগ নিয়ম মেনে হয়েছে বলে জানা গেছে।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী দিনে কী পদক্ষেপ করা হবে? তা ঠিক করবে আদালত। ৩১১৫ জনের নিয়োগ এখন প্রশ্নের মুখে।