চুক্তিভিত্তিক সেনা নিয়োগ (Agnipath scheme) নিয়ে দেশ উত্তাল। গুলিতে মৃত্যু, ট্রেনে আগুন, হামলা সবই চলছে। এই জ্বলন্ত অগ্নিপথ বিতর্কের মাঝে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বায়ুসেনা (Air Force) প্রথম নিয়োগ তারিখ ঘোষণা করল।
বায়ুসেনা জানিয়েছে, আগামী ৪ জুন থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে৷ বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী বলেন, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৩ বছর করা হয়েছে৷ সেই মোতাবেক নিয়োগ শুরু হচ্ছে। অগ্নিপথ প্রকল্পে চার বছরের জন্য নিয়োগ হবে। মেয়াদ অন্তে এককালীন টাকা ও আনুষঙ্গিক কিছু সুবিধা পাবেন চাকরিচ্যুতরা।
অভিযোগ, এই প্রকল্পের জেরে দেশের সেনাবাহিনীর অবমূল্যায়ন হতে চলেছে। এই অভিযোগে প্রবল বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি বিহার, তেলেঙ্গানা,উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। ট্রেনে আগুন, ভাঙচুর চলছে। চাপে পড়ে কেন্দ্র সরকার বয়স সীমা বাড়িয়েছে। তবে প্রকল্পটি বাতিল করার দাবিতে অনড় চাকরি প্রার্থীরা।
এই বিতর্কের মাঝে বায়ুসেনা প্রথম অগ্নিপথ প্রকল্পে নিয়োগ দিন ঘোষণা করেছে৷ এরপর স্থলসেনা ও নৌ সেনা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে চলেছে।
অগ্নিপথ প্রকল্পে চাকরি পাওয়া ৭৫ শতাংশকে অবসর নিতে হবে৷ এককালীন কিছু টাকা মিললবে। থাকবে না পেনশন। বাকি ২৫ শতাংশকে সেনাবাহিনীতে পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হবে৷ যারা অবসর নেবে তাদে ভবিষ্যৎ অনিশ্চিত।