Agniveer: কড়া নিরাপত্তার মধ্যেই হবে অগ্নিবীরের পরীক্ষা, এভাবেই ধরা পড়বে ‘মুন্নাভাই’!

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আর্মি স্কুলে অগ্নিবীরদের (Agniveer) লিখিত পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Agnivir

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আর্মি স্কুলে অগ্নিবীরদের (Agniveer) লিখিত পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২,৪০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। নগর প্রশাসনের পক্ষ থেকে বাইরে থেকে আসা প্রার্থীদের জেলা পর্যায়ে থাকার ব্যবস্থা করা হয়েছে।

জানিয়ে রাখি, এর আগে অনুষ্ঠিত পরীক্ষায় অনেক হৈ-চৈ ও হট্টগোল হয়েছিল। এতে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এসব বিষয় মাথায় রেখে এবারের অগ্নিবীর পরীক্ষা পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

   

গোয়ালিয়র (আর্মি রিক্রুটমেন্ট অফিস) এআরও ডিরেক্টর বলেছেন যে পরীক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে প্রায় ২ হাজার ৪০০ পরীক্ষার্থীর ওপর। এর পাশাপাশি সব জায়গায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে যাতে এক জায়গায় বেশি মানুষ জড়ো না হয়। প্রয়োজনে পুলিশের সহায়তাও নেওয়া হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Advertisements

বায়োমেট্রিকের মাধ্যমে প্রার্থীদের শনাক্ত করা হবে
এআরও ডিরেক্টর আরও জানান যে গোয়ালিয়র ছাড়াও সাগর, ছতারপুর, দামোহ, টিকামগড়, ভিন্ড, মোরেনা, শিবপুরি, দাতিয়া, অশোকনগর, শিবপুর ইত্যাদি জেলার প্রায় ২,৪০০ জন প্রার্থী অগ্নিবীর পরীক্ষায় অংশ নেবেন। এসব পরীক্ষার্থী আসল না নকল তা জানতে পরীক্ষা কেন্দ্রের গেটেই বসানো হবে বায়োমেট্রিক মেশিন। এখানে বায়োমেট্রিকের মাধ্যমে তাদের পরিচয় দেখা যাবে। তাদের পরিচয় সঠিক হলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। এর উদ্দেশ্য হল পরীক্ষায় উপস্থিত হওয়া থেকে কোনো ধরনের ভুল প্রার্থীকে প্রতিরোধ করা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News