৫০,০০০ টাকা বেতনে নিয়োগ করতে চলেছে বিদ্যুৎ দপ্তর, রইল আবেদন পদ্ধতি

NEEPCO

প্রকাশিত হল সর্বভারতীয় এক্সটিটিউড ট্রেইনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ করবে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড ( NEEPCO)। তবে আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২৮/০৬/২০২৪। এই তারিখের পরে আর আবেদন গ্রহন করা হবে না।

শূন্যপদের বিবরণঃ-
এখানে বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদ গুলি হল
এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রিক্যাল/ মেকানিকাল এখানে মোট শূন্যপদ ১৬ টি, এছাড়া এক্সিকিউটিভ ট্রেইনি অর্থ মোট শূন্যপদ ০৬ টি ও
এক্সিকিউটিভ ট্রেইনি মানব সম্পদে মোট শূন্যপদ ০২ টি। সব মিলিয়ে ২৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

   

শিক্ষাগত যোগ্যতাঃ-
NEEPCO তে আবেদন করতে গেলে প্রার্থীদের আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে। যেমন
এক্সিকিউটিভ ট্রেইনি ইলেকট্রিক্যাল/ মেকানিকাল B.SC তে ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া এক্সিকিউটিভ ট্রেইনি অর্থ পদের জন্য কোন একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CA, CMA যোগ্যতা অর্জন করতে হবে এবং এক্সিকিউটিভ ট্রেইনি পদের জন্য মানব সম্পদ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি/ এমবিএ, ডিপ্লোমা থাকতে হবে।

বয়স সীমাঃ-
NEEPCO এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৩০ বছর হতে হবে। এবং Sc/St প্রার্থীদের পাঁচ বছরের ছাড় পাবে।

আবেদন পদ্ধতিঃ-
ইচ্ছুক প্রার্থীরা আবেদন করার জন্য NEEPCO এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় নথি পূরণ করতে হবে যেমন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, প্রার্থীর স্ক্যান করা স্বাক্ষর, ছবি, ইত্যাদি । অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে। অবশেষে আবেদন ফি
জমা দিতে হবে।

আবেদন মুল্যঃ-
General/OBC/ EWES- প্রার্থীদের জন্য ৫৬০₹ টাকা আবেদন মূল্য লাগবে। তবে SC/ST/EMS/মহিলা/PWBD প্রার্থীদের কোনো মূল্য লাগবে না ।

 

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন