পদত্যাগ করতে চান বিনীত গোয়েল? বিস্তারিত জানালেন মমতা

আরজি কর কাণ্ডের (RG Kar Case) নৃশংস ঘটনা জনসমক্ষে আসার পর থেকে সাধারণের পাশাপাশি রাস্তায় নেমেছেন চিকিৎসকরা। মেডিক্যাল কলেজের চিকিৎসকরা বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনে…

vineet-goyal-and-mamata-ban

আরজি কর কাণ্ডের (RG Kar Case) নৃশংস ঘটনা জনসমক্ষে আসার পর থেকে সাধারণের পাশাপাশি রাস্তায় নেমেছেন চিকিৎসকরা। মেডিক্যাল কলেজের চিকিৎসকরা বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন। জুনিয়র চিকিৎসকেরা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে হাতে গোলাপ ও প্রতীকী শিরদাঁড়া নিয়ে অভিনব মিছিল করেন৷ আর আজ সেই একই দাবি নিয়ে পথে নেমেছে বামেরা। লালবাজার অভিযানে তাঁরা মিছিল করে ধর্মতলা থেকে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে লালবাজারের অভিমুখে এগোন। এমন পরিস্থিতিতে সিপি আদৌ বদলাবে কিনা, সেদিকে নজর রাজ্যবাসীর।

সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। পুজোর আগে সিপি বদলের সম্ভাবনা নেই, মুখ্যমন্ত্রীর ভাষণে সেই ইঙ্গিত শোনা গেল। উল্টে ধৈর্য ধরার বার্তা দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, “সাতদিন আগে কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্য়াগ করার জন্য। কিন্তু সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডারটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো বিষয়টা জানতে হবে।”

   

মুখ্যমন্ত্রী যোগ করেন, “পুজোর সময়। কিছুদিন ধৈর্য ধরলে কী হয়? আপনারা ঠিক করবেন, সবাইকে বদলাতে হবে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি।” আরজি কর কাণ্ডের (RG Kar Case) আবহে পুলিশ সকল পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলেছেন বলে সাফ জানিয়েছেন মমতা। তাঁর কথায় উঠে এসেছে, পুলিশ সবটা খুব সুন্দরভাবে সামলেছে। মার খেয়েও নিজেদের রক্ত দিয়েছে। তবু রক্ত ঝড়ায়নি কারোর। এদিন মমতার গলায় পুলিশের একের পর এক প্রশংসা্র বাণী শোনা যায়। তাই বলা যায়, আপাতত সিপি বিনীত গোয়েলের পদত্যাগের কোন সম্ভাবনা নেই।