HomeBharatপ্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?

প্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?

- Advertisement -

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। সেই মতই বৃহস্পতিবার নিট ইউজি-র সংশোধিক ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। তবে, সংশোধিত ফলাফল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। ফলে অসুবিধার মুখে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীরা।

কেন দেখা যাচ্ছে না নিট-ইউজি সংশোধিত রেজাল্ট? শিক্ষামন্ত্রকের তরফে যুক্তি, এখনও সংশোধিত রেজাল্ট আপলোড করা হয়নি। তবে তা শীর্ঘই হবে। যার ফলে এখন ওয়েবসাইটে ক্লিক করলেই পুরনো সেই রেজাল্টই দেখা যাচ্ছে। সংশোধিত রেজাল্ট আপলোড হলে দেখতে এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index

   

গত ২৩ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হয়েছে এ দিন।

চমকে দেওয়া বিষয়, ভারতের একমাত্র এই রাজ্যেই রয়েছে মাত্র একটি রেল স্টেশন

নিট-ইউ পরীক্ষার পদার্থবিদ্যায় একটি প্রশ্নের উত্তর ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছিল। ওই প্রশ্নের উত্তরের দু’টি অপশনই প্রাথমিকভাবে সঠিক ধার্ষ হয়। উভয়ই সঠিক হওয়ায় উভয় উত্তরেই নম্বর দেওয়া হয়েছিল। তবে মঙ্গলবার শীর্ষ আদালত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে জানিয়ে দেয়, ওই প্রশ্নে একটি উত্তরই সঠিক। উত্তরের চার নম্বর অপশনটি সঠিক। সেই মতো বৃহস্পতিবার সংশোধিত ফল ও মেধাতালিকা প্রকাশ করল এনটিএ।

কেন একটি প্রশ্নের দু’টি সঠিক উত্তর হবে তা জানতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। যেকোনও একটিকে সঠিক বলে বিবেচিত করতে বলা হয়। কেন এই বিভ্রান্তি? এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের পাঠ্যবইয়ের পুরনো সংস্করণ অনুযায়ী দুই নম্বর অপশনটি ঠিক ছিল। নতুন সংস্করণ অনুযায়ী চার নম্বর অপশনটি ঠিক ছিল। ফলে ওই দু’টি অপশনের ক্ষেত্রেই নম্বর দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তবে মঙ্গলবার বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট উল্লেখ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, চার নম্বর অপশনটিই সঠিক। কারণ, সেটি এনসিইআরটি-র নতুন সংস্করণের পাঠ্যবইতে উল্লেখ ছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular