ভারতের শীর্ষস্থানীয় স্টকব্রোকার প্রতিষ্ঠান জেরোধা (Zerodha) এবার তাদের জনপ্রিয় ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কয়েন (Coin)-এ চালু করল এক নতুন সুযোগ। এবার থেকে ব্যবহারকারীরা স্টক, মিউচুয়াল ফান্ডের পাশাপাশি সরাসরি ফিক্সড ডিপোজিট (FD)-এও বিনিয়োগ করতে পারবেন। এই উদ্যোগ এসেছে ব্লোস্টেম (Blostem)-এর সহযোগিতায়। ফলে বিনিয়োগকারীদের আর আলাদা ব্যাংক বা ব্রাঞ্চে যেতে হবে না, জেরোধার ইকোসিস্টেম থেকেই তারা নির্বাচিত ছোট ফাইন্যান্স ব্যাংকের এফডি বুক করতে পারবেন।
কোন কোন ব্যাংকের এফডি বুক করা যাবে?
বর্তমানে দুটি ছোট ফাইন্যান্স ব্যাংক কয়েনে যুক্ত হয়েছে—
সুর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক (Suryoday SFB)
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক (Unity SFB)
বিনিয়োগকারীরা মাত্র ₹১,০০০ টাকা থেকে এফডি শুরু করতে পারবেন এবং এর পরবর্তী বিনিয়োগ হবে ১ টাকার গুণিতকে। প্রয়োজন শুধু প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং আধার-সংযুক্ত মোবাইল নম্বর।
সিনিয়র নাগরিকদের জন্য বিশেষ সুবিধা
৬০ বছরের ঊর্ধ্বে বিনিয়োগকারীরা অতিরিক্ত সুদের সুবিধা পাবেন।
সুর্যোদয় ব্যাংকের এফডিতে অতিরিক্ত ০.৪% সুদ
ইউনিটি ব্যাংকের এফডিতে অতিরিক্ত ০.৫% সুদ
এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে, ব্যবহারকারীর KYC অনুযায়ী।
বিনিয়োগের সহজ ধাপ
জেরোধা কয়েনে এফডি বুক করার ধাপগুলো অত্যন্ত সহজ:
১. লগইন করুন coin.zerodha.com-এ।
২. Fixed Deposits বিভাগ থেকে ব্যাংক নির্বাচন করুন।
৩. বিনিয়োগের পরিমাণ (ন্যূনতম ₹১,০০০) ও মেয়াদ লিখুন।
৪. তথ্য যাচাই করে কনটিনিউ চাপুন।
৫. এরপর Blostem পোর্টালে রিডিরেক্ট হয়ে OTP দিয়ে লগইন করুন।
৬. PAN, আধার ও ব্যাংক ডিটেল ভেরিফাই করুন, নমিনি যুক্ত করুন।
৭. ইমেল ও SMS OTP দিয়ে দুই স্তরের প্রমাণীকরণ সম্পন্ন করুন।
৮. UPI, নেটব্যাংকিং বা QR কোডের মাধ্যমে অর্থ প্রদান করুন।
৯. ৩ কর্মদিবসের মধ্যে ভিডিও KYC (VKYC) সম্পন্ন করতে হবে।
১০. VKYC সম্পন্ন হলে এফডি বুকিং নিশ্চিত হবে এবং মেয়াদ গণনা শুরু হবে।
কী মাথায় রাখা জরুরি?
VKYC সম্পন্ন না হলে FD কার্যকর হবে না, টাকা ফেরত দেওয়া হবে।
বর্তমানে শুধুমাত্র ছোট ফাইন্যান্স ব্যাংক যুক্ত আছে, তাই সুদের হার বেশি হলেও ব্যাংকের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেয়া উচিত।
এফডি থেকে পাওয়া সুদ করযোগ্য। নির্দিষ্ট সীমার বেশি আয় হলে TDS কাটা হবে।
ট্যাক্স সেভার FD-তে ৫ বছরের লক-ইন থাকে, যেখানে আয়কর ধারা ৮০সি-এর আওতায় করছাড় পাওয়া যায়।
মেয়াদপূর্তির আগে ভাঙালে পেনাল্টি প্রযোজ্য হতে পারে।
জেরোধার এই নতুন সুবিধা বিনিয়োগকারীদের জন্য এক বড় সুযোগ। এক প্ল্যাটফর্মেই শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ডের পাশাপাশি এখন ফিক্সড ডিপোজিটেও বিনিয়োগ করা সম্ভব। এতে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে, বিশেষ করে তাঁদের জন্য যারা ডিজিটাল প্ল্যাটফর্মেই আর্থিক পরিকল্পনা করতে চান।


