বুধবার কিনতে পারেন এই সংস্থার শেয়ার, রইল বিস্তারিত

নিয়ম করে প্রত্যেক দিন ওঠানামা করে শেয়ার বাজার। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে শেয়ার বাজারের পরিস্থিতি দেখে নেওয়া বিশেষ জরুরী বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের কথা…

stock market

নিয়ম করে প্রত্যেক দিন ওঠানামা করে শেয়ার বাজার। তাই শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে শেয়ার বাজারের পরিস্থিতি দেখে নেওয়া বিশেষ জরুরী বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা বেশ কিছু লাভবান শেয়ারের কথা উল্লেখ করেছেন। সেই সকল শেয়ারগুলি হল-

১) সাফারি ইন্ডাস্ট্রিজঃ-
এই সংস্থার শেয়ারের স্টপ লস 2134 টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ারের দাম 3.21 শতাংশ বেড়ে হয়েছে 2167.35 টাকা। সেক্ষেত্রে সাফারি ইন্ডাস্ট্রিজের স্টকে সম্প্রতি ব্রেকআউট দেখা গিয়েছে। তবে কোম্পানিটির শেয়ারের সূচক রয়েছে শীর্ষে। এই কোম্পানির শেয়ারও একাধিক EMA-এর উপরে ট্রেড করছে। তাই এই শেয়ার নিলে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।

   

২) জ্যোতি ল্যাবস লিমিটেডঃ-
এই সংস্থার শেয়ারের দামের লক্ষ্যমাত্রা 500 টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে গতকাল এর শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 5.78 শতাংশ বেড়ে হয়েছে 477.25 টাকায় পৌঁছায়। যেখানে কোম্পানির শেয়ারের আরএসআই রয়েছে 65 এবং কোম্পানিটি একটি বিশেষ জায়গা দিতে চলেছে বিনিয়োগকারীদের।

৩) সূর্য রোশনি লিমিটেডঃ-
আবার এই সংস্থার শেয়ারের ক্ষেত্রে স্টপ লস রাখা হয়েছে 620 টাকা। যেখানে টার্গেট প্রাইস 730 থেকে 765 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই শেয়ারটির দাম ছিল 667.10 টাকা। বিনিয়োগকারীরা এই শেয়ারও কিনতে পারেন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা।