আজকের মধ্যে আয়কর জমা না করলে কী কী সমস্যায় পড়বেন? জানুন

আবেদন সত্ত্বেও বাড়ানো হয়নি সময়সীমা। ফলে- আজ, বুধবার (৩১ অগস্ট) ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। এ দিনের মধ্যে আয়কর জমা না করলেই পড়তে…

what problems will arise if income tax filing is not filed by 31st July, আজকের মধ্যে আয়কর জমা না করলে কী কী সমস্যায় পড়বেন? জানুন

আবেদন সত্ত্বেও বাড়ানো হয়নি সময়সীমা। ফলে- আজ, বুধবার (৩১ অগস্ট) ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। এ দিনের মধ্যে আয়কর জমা না করলেই পড়তে হবে আইনি সমস্যায়। কী ধরণের ঝামেলা আপনাকে পোহাতে হবে? রইল সেই তালিকা…

সময়সীমা অতিক্রমে জরিমানা:
নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর ফাইল না করলে আয়কর আইনের ধারা ২৩৪ এফ অনুযায়ী জরিমানা দিতে হবে। ৩১ জুলাইয়ের পর থেকে ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত রিটার্ন দাখিলের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৩১ ডিসেম্বর পেরিয়ে গেলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, ১০ হাজার টাকা। তবে মোট আয় ৫ লাখ টাকার কম হলে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানার নেওয়া হয়।

   

বকেয়া করে সুদ:
ট্যাক্স বাকি থাকলে ধারা ২৩৪ এ-এর আওতায় বকেয়া পরিমাণের উপর প্রতি মাসে ১ শতাংশ হারে বা নির্ধারিত তারিখ থেকে রিটার্ন দাখিল করার তারিখ পর্যন্ত সুদ নেওয়া হয়।

পুরনো কর ব্যবস্থা:
যে সব করদাতা পুরনো কর ব্যবস্থায় আয়কর এবং সেই অনুযায়ী বিনিয়োগ ও আয়ের প্রমাণ জমা দেবেন, তাঁরা সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আইটিআর দাখিল করলে পুরনো কর ব্যবস্থার সুবিধা পাবেন না। তাঁদের স্বয়ংক্রিয়ভাবে নতুন কর কাঠামোর আওতায় নিয়ে আসা হবে। এর ফলে অনেক বেশি কর দিতে হতে পারে। কারণ, নতুন কর কাঠামোর আওতায় বিশেষ ছাড় পাওয়া যায় না।

নজির গড়ল দেশের আয়কর বিভাগ, বাড়ছে রিটার্ন জমার সময়সীমা?

রিফান্ডে সুদের লোকসান:
নির্দিষ্ট সময়ের পর আইটিআর দাখিল করলে রিফান্ড পেতেও দেরি হবে। ফলে সেই সময় সুদ মিলবে না। সময় মতো আইটিআর দাখিল করলে সময়ে রিফান্ড মিলবে, সঙ্গে সুদও।

কাদের আইটিআর ফাইল করতে হবে:
ভারতে ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার এবং নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে এমন ব্যবসার ক্ষেত্রে আইটিআর দাখিল করা আবশ্যিক। মোট আয় যদি মৌলিক ছাড়ের সীমা অতিক্রম করে যায় তাহলেও আইটিআর দাখিল করতে হবে। মৌলিক ছাড় ৬০ বছরের কম বয়সীদের জন্য ২.৫ লক্ষ টাকা, ৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য ৩ লক্ষ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সীদের জন্য ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বছরে ১ লক্ষ টাকার বেশি বিদ্যুৎ বিল, ২ লক্ষ টাকার বেশি খরচে বিদেশ ভ্রমণ এবং সঞ্চয় আমানত ৫০ লক্ষ টাকার বেশি হলেও আইটিআর দাখিল করা বাধ্যতামূলক।